নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৪ ২৮। নিবন্ধন কী? (ক) কোম্পানি শেয়ার মালিকদের মধ্যে সম্পাদিত চুক্তি (খ) শেয়ার মালিক নিবন্ধকের মধ্যে সম্পাদিত চুক্তি (গ) শেয়ার মালিকানার প্রমাণ পত্র (ঘ) কোম্পানি গঠনের অনুমতি পত্র সঠিক উত্তর: (ঘ) কোম্পানি গঠনের অনুমতি পত্র ২৯। অংশীদারি ব্যবসায়ের সবির্নম্ন সদস্য সংখ্যা কত? (ক) এক জন (খ) দুই জন (গ) দশ জন (ঘ) বিশ জন সঠিক উত্তর : (খ) দুই জন ৩০। কোনো সদস্য সমবায় সমিতির মোট শেয়ারের কত অংশের বেশি ক্রয় করতে পারবে না? (ক) এক-তৃতীয়াংশ (খ) এক-পঞ্চমাংশ (গ) এক-দশমাংশ (ঘ) এক-চতুথার্ংশ সঠিক উত্তর: (খ) এক-পঞ্চমাংশ ৩১। ‘একতাই বল’ এই মূলনীতির ভিত্তিতে কোন ব্যবসায়ের উৎপত্তি হয়েছে? (ক) অংশীদারি (খ) সমবায় (গ) রাষ্ট্রীয় (ঘ) কোম্পানি সঠিক উত্তর : (খ) সমবায় ৩২। পৃথিবীতে সবর্ প্রথম ব্যবসায়ী কোন কারবারীরা? (ক) অংশীদারি কারবারীরা (খ) সমবায় সমিতি (গ) একমালিকানা কারবারীরা (ঘ) রাষ্ট্রীয় কারবার সঠিক উত্তর: (গ) একমালিকানা কারবারীরা ৩৩। একমালিকানা ব্যবসায়ের উদাহরণ কোনটি? (ক) বহুশাখা বিপণি (খ) সমবায় সমিতি (গ) চায়ের দোকান (ঘ) বস্ত্রশাখা বিপণি সঠিক উত্তর: (গ) চায়ের দোকান ৩৪। একমালিকানা ব্যবসায় শহরে আরম্ভ করতে হলে কী গ্রহণ করতে হয়? (ক) লাইসেন্স (খ) ট্রেড লাইসেন্স (গ) চুক্তিপত্র (ঘ) অনুমতি পত্র সঠিক উত্তর : (খ) ট্রেড লাইসেন্স ৩৫। দেউলিয়া অশীদারেরা দায় কে বহন করে? (ক) দেউলিয়া অংশীদার (খ) অবশিষ্ট অংশীদার (গ) সরকার (ঘ) শতর্যুক্ত অংশীদার সঠিক উত্তর: (খ) অবশিষ্ট অংশীদার ৩৬। পাবলিক লি. কোম্পানির সবোর্চ্চ সদস্যসংখ্যা কত? (ক) ১০ জন (খ) ২০ জন (গ) ৫০ জন (ঘ) শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সঠিক উত্তর: (ঘ) শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ