জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

নকশিকঁাথা আমাদেরÑ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর সুখী মানুষ ১৪। ‘সুখী মানুষ’ নাটিকাটির শিক্ষণীয় বিষয় কী হতে পারে? ক. সম্পদের পাহাড় তৈরির লোভ সংবরণ খ. সমাজে সম্পদ জোগাড় করতে হবে ন্যায়ের পথে গ. সম্পদ ছেড়ে সবাই বনে বসবাস করা ঘ. মোড়লের মতো লোকের বিরুদ্ধে আন্দোলন করা সঠিক উত্তর : খ. সমাজে সম্পদ জোগাড় করতে হবে ন্যায়ের পথে ১৫। ‘সুখী মানুষ’ নাটিকায় নিজেকে প্রকৃত রাজা কে মনে করে? ক. লোক খ. হাসু গ. মোড়ল ঘ. রহমত সঠিক উত্তর : ক. লোক ১৬। ‘ব্যামো’ শব্দটি ‘সুখী মানুষ’ নাটিকায় কোন অথর্ বহন করে? ক. বোমা খ. ঝগড়া বাধানো গ. রোগঘ. স্থানের নাম সঠিক উত্তর : গ. রোগ ১৭। ‘মূখর্’ শব্দটি কোন অথের্ ‘সুখী মানুষ’-এ ব্যবহৃত হয়েছে? ক. নিবোর্ধ খ. প্রধান গ. সূযর্ ঘ. মুখোমুখি সঠিক উত্তর : ক. নিবোর্ধ ১৮। ‘সম্পদই অশান্তির কারণ’- বাক্যটির সঙ্গে নিচের কোনটির ভাবগত মিল আছে? ক. লোভে তঁাতি নষ্ট খ. লোভে পাপ, পাপে মৃত্যু গ. লাভ খায় পিঁপড়ায় ঘ. আয় বুঝে ব্যয় করো সঠিক উত্তর : খ. লোভে পাপ, পাপে মৃত্যু আমাদের লোকশিল্প ১। কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯১৮ খ. ১৯১৯ গ. ১৯২১ ঘ. ১৯২২ সঠিক উত্তর : গ. ১৯২১ ২। নকশিকঁাথা আমাদেরÑ ক. গ্রামীণ লোকশিল্প খ. অবসরকালীন শিল্প গ. জীবনকথার মিশ্রণ ঘ. মেয়েদের নিখঁুত শিল্প সঠিক উত্তর : ক. গ্রামীণ লোকশিল্প