জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ নিচের অনুচ্ছেদটি পড় ৬৪ নং প্রশ্নের উত্তর দাও ঃ শামীম পত্রিকা খুলে দেখে পাকবাহিনীর গণহত্যা ও নিযর্তনের ওপর একটি প্রবন্ধ ছাপা হয়েছে। তাতে লেখা আছে- ২৫-২৬ মাচর্ পাকবাহিনী ৭হাজার বাঙালিকে হত্যা করে। এটি মুক্তিযুদ্ধের শুরুতে এটি প্রথম গণহত্যা। বহু বধ্যভূমিতে এন হাজার লোককে হত্যা করা হয়। ৬৪। উক্ত গণহত্যার কারণ হলো- (র) বাংলাকে নিশ্চিহ্ন করা (রর) বাংলার সকল শক্তিকে নস্যাৎ করা (ররর) বাঙালিদের পাকবাহিনীর পক্ষে নেওয়া নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৬৫। মাত্র নয় মাসে বাঙালিরা পাকিস্তানিদের কাছ বিজয় ছিনিয়ে আনে। এর যথাথর্ কারণ হলো- (র) বাঙালির দৃঢ় ঐক্য (রর) পাকিস্তানি সেনাবাহিনীর দূবর্লতা (ররর) মিত্রবাহিনীর সহযোগিতা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র,রর ও ররর ৬৬। যুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন (ক) স্টালিন (খ) পদগনির্ (গ) গভাের্চভ (ঘ) মেদভেদেভ সঠিক উত্তর : (খ) পদগনির্ ৬৭। যৌথ বাহিনীর অন্তভুর্ক্ত ছিল- (র) মিত্রবাহিনী (রর) মুক্তিবাহিনী (ররর) কাদেরিয়া বাহিনী নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ৬৮। মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণাথীর্র সংখ্যা কত ছিল? (ক) প্রায় ২০লাখ (খ) প্রায় ৫০লাখ (গ) প্রায় ১কোটি (ঘ) প্রায় ২কোটি সঠিক উত্তর : (গ) প্রায় ১কোটি ৬৯। কাদেরকে নিয়ে যৌথকমান্ড গঠন করা হয়? (ক) বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে (খ) সোভিয়েত সেনবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে (গ) পাকিস্তান সেনবাহিনী ও চীন সেনাবাহিনীর সমন্বয়ে (ঘ) সোভিয়েত সেনবাহিনী ও যুক্তরাষ্ট্রীয় সেনাবাহিনীর সমন্বয়ে সঠিক উত্তর : (ক) বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে