জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : ভারতীয় আযর্ ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? উত্তর : প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে। প্রশ্ন : বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? উত্তর : আধুনিক যুগে। প্রশ্ন : বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? উত্তর : আধুনিক যুগে। প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূবর্ কত পযর্ন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? উত্তর : পঁাচ হাজার বছর। প্রশ্ন: আযর্ ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কী? উত্তর : বৈদিক ও সংস্কৃত ভাষা। প্রশ্ন : বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? উত্তর : বৈদিক ভাষা। প্রশ্ন : বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পযর্ন্ত বিবতের্নর প্রধান তিনটি ধারা কী কী? উত্তর : প্রচীন ভারতীয় আযর্, মধ্য ভারতীয় আযর্ ও নব্য ভারতীয় আযর্। প্রশ্ন : কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? উত্তর : আযর্গণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।