সিভাসুতে কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজিত ‘বাষির্ক কমর্সম্পাদন ব্যবস্থাপনা’ শীষর্ক এক কমর্শালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ১৫ সেপ্টেম্বর ইউজিসি ও সিভাসু যৌথভাবে এ কমর্শালার আয়োজন করে। কমর্শালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচাযর্ প্রফেসর ড. গৌতমবুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ডা. মো. ইসমাইল খান, ইউজিসির সচিব ড. মো. খালেদ এবং পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ড. মো. ফখরুল ইসলাম। ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসুর রেজিস্ট্রার মীজার্ ফারুক ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাষির্ক কমর্সম্পাদন ব্যবস্থাপনা’বিষয়ক ওই কমর্শালায় রিসোসর্ পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. কামরুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভিন, ইউজিসির পরিচালক (অথর্) মো. রেজাউল করিম হাওলাদার, সিনিয়র সহকারী সচিব মো. নজরুল ইসলাম ও মোশের্দ আলম খোন্দকার।