বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান ও বাংলা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রিয় শিক্ষাথীর্, শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ১২. ‘মোনালিসা’ ছবিটি কে অঁাকেন? ক. লিওনাদোর্ দ্য ভিঞ্চি খ. পিকাসো গ. মাইকেল অ্যাঞ্জেলো ঘ. র‌্যামব্রেট সঠিক উত্তর : ক. লিওনাদোর্ দ্য ভিঞ্চি ১৩. সবচেয়ে ছোট দিন কোন তারিখে? ক. ২১ ডিসেম্বর খ. ২৩ ডিসেম্বর গ. ২৫ ডিসেম্বর ঘ. ৩০ ডিসেম্বর সঠিক উত্তর : ক. ২১ ডিসেম্বর ১৪. শিল্প বিপ্লব কোন দেশে সংঘটিত হয়? ক. ইংল্যান্ড খ. আমেরিকা গ. ফ্রান্স ঘ. জাপান সঠিক উত্তর : ক. ইংল্যান্ড ১৫. সাকর্ সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত? ক. দিল্লি খ. করাচি গ. কাঠমাÐু ঘ. কলম্বো সঠিক উত্তর : গ. কাঠমাÐু ১৬. প্রিন্সেস ডায়না কোথায় নিহত হন? ক. লন্ডন খ. প্যারিস গ. রোম ঘ. নিউইয়কর্ সঠিক উত্তর : খ. প্যারিস ১৭. মাকর্ কোন দেশের মুদ্রার নাম? ক. জাপান খ. জামাির্ন গ. ইংল্যান্ড ঘ. ফ্রান্স সঠিক উত্তর : খ. জামাির্ন ১৮. সূযের্র নিকটতম গ্রহ কোনটি? ক. বুধ খ. প্লুটো গ. মঙ্গল ঘ. নেপচুন সঠিক উত্তর : ক. বুধ ১৯. তরল পদাথর্ মাপার একক কী? ক. টন খ. বুশেল গ. ব্যারেল ঘ. কুইন্টাল সঠিক উত্তর : গ. ব্যারেল ২০. সবাির্ধক স্নেহজাতীয় পদাথর্ কোন খাদ্যে বিদ্যমান? ক. চিনি খ. দুধ গ. আলু ঘ. বিস্কুট সঠিক উত্তর : খ. দুধ বাংলা ১. ‘পঞ্চমুখ’ শব্দের অথর্ কী? ক. পঁাচ মুখ খ. প্রশংসা মুখর হওয়া গ. পাতার মুখ ঘ. মুখে হাত লাগানো সঠিক উত্তর: খ. প্রশংসা মুখর হওয়া