জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

মসলিন কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য-

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর আমাদের লোকশিল্প ৩। কত সময় ধরে তঁাতশিল্প বিস্তার লাভ করেছে? ক. শতাব্দীকাল খ. এক যুগ গ. সহস্রাব্দকাল ঘ. এক বছর সঠিক উত্তর : ক. শতাব্দীকাল ৪। বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি খুব নিপুণ ছিল? ক. পুতুল খ. বাড়ি গ. নৌকা ঘ. জানালা সঠিক উত্তর : গ. নৌকা ৫। বাংলাদেশে একসময় গৃহনিমাের্ণর কাজে কোন ধরনের কাঠের ব্যবহার ছিল? ক. সোজা খ. বঁাকা গ. শুকনো ঘ. কারুকাযর্-খচিত সঠিক উত্তর : ঘ. কারুকাযর্-খচিত ৬। ‘অপরিহাযর্’ শব্দের অথর্ কী? ক. নিপুণতা খ. কুশলতা গ. আবশ্যিক ঘ. উদ্দীপনা সঠিক উত্তর : গ. আবশ্যিক ৭। ‘প্রতীকধমীর্’ শব্দের অথর্ কী? ক. সংকেত খ. উদ্দীপনা গ. সম্প্রসারণ ঘ. লুপ্তপ্রায় সঠিক উত্তর : ক. সংকেত ৮। মসলিন কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য- র. মোগল বাদশাদের পছন্দ রর. আংটির ভেতরে প্রবেশ করানো যায় ররর. সূ² সুতা দিয়ে তৈরি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৯। মণিপুরিদের কাপড়গুলোÑ র. মোটা রর. টেকসই ররর. আরামদায়ক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১০। ‘পণ্যদ্রব্য’ বলতে কী বোঝায়? ক. বিক্রি হয় না এমন জিনিস খ. দাম কম এমন জিনিস গ. বিক্রি করা যায় এমন জিনিস ঘ. বাজারে থাকে এমন জিনিস সঠিক উত্তর : গ. বিক্রি করা যায় এমন জিনিস ১১। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে ‘যথেষ্ট নয়’ অথের্ কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? ক. অমূল্য খ. অপ্রতুল গ. দক্ষতা ঘ. অপরিহাযর্ সঠিক উত্তর : খ. অপ্রতুল ১২। ‘আমাদের লোকশিল্প’ রচনায় ‘মজবুত’ অথের্ ব্যবহৃত শব্দটি কী? ক. দক্ষতা খ. নিবিড় গ. টেকসই ঘ. টোপর সঠিক উত্তর : গ. টেকসই ১৩। লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে কী তুলে ধরতে পারি? ক. স্বাধীনতাকে খ. ঐতিহ্যকে গ. দায়িত্বশীলতাকে ঘ. গ্রহণযোগ্যতাকে সঠিক উত্তর : খ. ঐতিহ্যকে ১৪। কামরুল হাসান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কী সংগ্রহ করেন? ক. লোকশিল্পের কারিগর খ. লোকশিল্পের উপকরণ গ. লোকশিল্পের ডিজাইন ঘ. লোকশিল্পের ছবি সঠিক উত্তর : খ. লোকশিল্পের উপকরণ ১৫। কামরুল হাসানের অঁাকা ছবির মাঝে কোন বিষয়ের প্রাধান্য আছে? ক. শহুরে জীবন খ. লোকজ জীবনের নানা উপাদান গ. গ্রাম্যজীবনের নানা উপাদান ঘ. বিদেশের পরিবেশ সঠিক উত্তর: খ. লোকজ জীবনের নানা উপাদান