বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২১, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
দ্বাদশ অধ্যায় ৩৫। পাকিস্তান সৃষ্টির পর থেকেই লক্ষ্য করা যায়- (র) আত্মীয়করণের প্রবণতা (রর) স্বৈরতান্ত্রিক প্রবণতা (ররর) আমলাতান্ত্রিক প্রবণতা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৩৬। মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় কখন? (ক) ১৯৫৭ খ্রিষ্টাব্দে (খ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে (গ) ১৯৫৯ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৬০ খ্রিষ্টাব্দে সঠিক উত্তর : (গ) ১৯৫৯ খ্রিষ্টাব্দে ৩৭। আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য? (ক) এন ডি এফ (খ) কনভেনশন মুসলিম লীগ (গ) আওয়ামী মুসলিম লীগ (ঘ) মোর্চা সঠিক উত্তর : (খ) কনভেনশন মুসলিম লীগ ৩৮। নির্বাচকমন্ডলীর সদস্যরা কিসের মেম্বার ছিল? (ক) বি ডি (খ) বি পি (গ) ডি বি (ঘ) বি লি সঠিক উত্তর : (ক) বি ডি ৩৯। ইস্কান্দার মির্জার সময়কালে কোন বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব দেখায়? (ক) পুলিশ বাহিনী (খ) গ্রাম প্রতিরক্ষা বাহিনী (গ) নৌবাহিনী (ঘ) সামরিক বাহিনী সঠিক উত্তর : (ঘ) সামরিক বাহিনী নিচের উদ্দীপকের আলোকে ৪০, ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও : মেঘনা নদীর পশ্চিমপাড়ে ২টি ইউনিয়ন এবং পূর্বপাড়ে ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় হাইমচর উপজেলা পরিষদ। পূর্বপাড়ের লোকেরা উপজেলা পরিষদের চেয়াম্যান হয়ে তাদের এলাকায় সব ধরনের উন্নয়ন কর্মকান্ড করতে থাকে। পক্ষান্তরে পশ্চিমপাড়ের লোকেরা নিয়মিত কর, খাজনা দিয়ে থাকে এবং নানা প্রকার ফসল উৎপাদন করে হাইমচরবাসীর চাহিদা পূরণ করে থাকে। কিন্ত পশ্চিমপাড়ে তেমন কোনো উন্নয়নমূলক কাজ করা হয় না বলে জননেতা আব্দুলস্নাহ সরকার এলাকাবাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য কয়েকটি দাবি তুলে ধরেন। ৪০। আব্দুলস্নাহ সরকারের দাবির সাথে ঐতিহাসিক কোন দাবির মিল রয়েছে? (ক) ৬ দফা (খ) ১১ দফা (গ) ২১ দফা (ঘ) ৪০ দফা সঠিক উত্তর : (ক) ৬ দফা ৪১। উক্ত দাবির প্রবর্তক ছিলেন- (ক) শেরে বাংলা (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (গ) ইস্কান্দার মির্জা (ঘ) মাওলানা ভাসানী সঠিক উত্তর : (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪২। আলোচ্য দাবির মধ্যে নিহিত ছিল- (র) প্রাদেশিক সরকারব্যবস্থা (রর) আঞ্চলিক রিজার্ভ ব্যাংক (ররর) রাজতন্ত্র নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ৪৩। জেনারেল আইয়ুব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন? (ক) ইস্কান্দার মির্জাকে (খ) ইয়াহিয়াকে (গ) মাওলানা ভাসানীকে (ঘ) খাজা নাজিমউদ্দীনকে সঠিক উত্তর : (ক) ইস্কান্দার মির্জাকে ৪৪। জেনারেল আইয়ুব খান কখন ক্ষমতা দখল করেন? (ক) ১৯৫৬ খ্রিষ্টাব্দে (খ) ১৯৫৭ খ্রিষ্টাব্দে (গ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৫৯ খ্রিষ্টাব্দে সঠিক উত্তর : (গ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে ৪৫। ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন কে? (ক) নুরুল আমীন (খ) জেনারেল আইয়ুব খান (গ) জেনারেল ইয়াহিয়া (ঘ) স্পিকার শাহেদ আলী সঠিক উত্তর : (খ) জেনারেল আইয়ুব খান ৪৬। শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন কেন? (র) ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য (রর) বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য (ররর) পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৪৭। ঢাকার কোন স্থানের জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? (ক) মুক্তাঙ্গনে (খ) পল্টন মাঠে (গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঘ) রেসকোর্স ময়দানে সঠিক উত্তর : (ঘ) রেসকোর্স ময়দানে ৪৮। কার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়? (ক) শেরে বাংলার (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (গ) ইস্কান্দার মির্জার (ঘ) মাওলানা ভাসানীর সঠিক উত্তর : (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯। কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তানের যুদ্ধ বাধে কখন? (ক) ১৯৬৫ খ্রিষ্টাব্দে (খ) ১৯৬৬ খ্রিষ্টাব্দে (গ) ১৯৬৭ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৬৮ খ্রিষ্টাব্দে সঠিক উত্তর : (ক) ১৯৬৫ খ্রিষ্টাব্দে ৫০। পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা হতো কোথায়? (ক) পূর্ব পাকিস্তানে (খ) পশ্চিম পাকিস্তানে (গ) সেনানিবাসে (ঘ) চীনে সঠিক উত্তর : (খ) পশ্চিম পাকিস্তানে ৫১। ছয় দফাকে আখ্যায়িত করা হয় যেভাবে (ক) আমাদের বাঁচার দাবি (খ) আমাদের ন্যায্য দাবি (গ) আমাদের শেষ দাবি (ঘ) আমাদের মৌলিক দাবি সঠিক উত্তর : (ক) আমাদের বাঁচার দাবি