প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় অধ্যায় ৪। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : ভাজক = (ভাজ্য - ভাগশেষ) গু ভাগফল ৫। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) গু ভাজক ৬। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : ভাজক = ভাজ্য গু ভাগফল ৭। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : ভাগফল = ভাজ্য গু ভাজক ৮। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : ভাজ্য = ভাজক ´ ভাগফল ৯। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়? উত্তর : ভাগফল ১০। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়? উত্তর : ০ (শূন্য) হলে ১১। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি? উত্তর : ২০ ১২। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত? উত্তর : ৩৬০০ ১৩। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত? উত্তর : ৪৯ ১৪। পঁাচ অঙ্কেও ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর : ২০০০ ১৫। ৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর : ৯০৯ ১৬। ৮৩০৯০ কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ ৯০ হবে? উত্তর : ২০ ১৭। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে, সংখ্যাটি কত? উত্তর : ১০ ১৮। কোনো সংখ্যাকে ঐ একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর : ১ ১৯। ভাজক ভাগশেষের দ্বিগুণ , ভাগশেষ ৮ হলে ভাজক = কত? উত্তর : ১৬