জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
প্রশ্ন : কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উত্তর : ব্যাকরণবিদ পানিনির হাতে। প্রশ্ন : সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উত্তর : খ্রিস্টপূবর্ ৪০০ দিকে। প্রশ্ন : কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? উত্তর : খ্রিস্টপূবর্ ৮০০ খ্রি. দিকে বৈদিক ভাষা বিবতর্নকালে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত। প্রশ্ন : প্রাকৃত ভাষা বিবতির্ত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কী? উত্তর : অপভ্রংশ। প্রশ্ন : সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে? উত্তর: পূবর্ ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? উত্তর : গৌড় অপভ্রংশ থেকে। প্রশ্ন : কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? উত্তর : মাগধী প্রাকৃত। প্রশ্ন : প্রাচীন ভারতীয় আযর্ ভাষার স্তর কয়টি? উত্তর : তিনটি।