নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৪ ৩৭। নাবালক কোন অংশীদার হিসেবে গ্রহণ করা হয়? (ক) সাধারণ (খ) ঘুমন্ত (গ) সীমিত (ঘ) নামমাত্র সঠিক উত্তর: (গ) সীমিত ৩৮। সমবায়ের শাব্দিক অথর্ কী? (ক) একক প্রচেষ্টা (খ) উদ্যোগ (গ) স্বেচ্ছাসার (ঘ) সম্মিলিত উদ্যোগ সঠিক উত্তর: (ঘ) সম্মিলিত উদ্যোগ ৩৯। একমালিকানা ব্যবসায়ের দায় পরিশোধের মালিক প্রয়োজনে কী করেন? (ক) স্বজনদের সম্পদ বিক্রি (খ) নিজের সম্পদ বিক্রয় (গ) ঋণ গ্রহণ (ঘ) শেয়ার বিক্রয় সঠিক উত্তর: (খ) নিজের সম্পদ বিক্রয় ৪০। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের আবেদনপত্র কোথায় জমা দিতে হয়? (ক) পৌরসভার মেয়রের কাছে (খ) বাণিজ্য মন্ত্রণালয়ে (গ) নিবন্ধন অফিসে (ঘ) অথর্ মন্ত্রণালয়ে সঠিক উত্তর: (গ) নিবন্ধন অফিসে ৪১। কাযার্রম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয়- র. বিবরণ পত্র রর. নিবন্ধন পত্র ররর. ন্যূনতম চঁাদা সংগ্রহের ঘোষণাপত্র নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) র ও ররর ৪২। রাষ্ট্রীয় ব্যবসা হলো - র. বাংলাদেশ ব্যাংক রর. জীবন বীমা কপোের্রশন ররর. বাংলাদেশ বেতার নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৪৩। রাষ্ট্রীয়ভাবে ব্যবসার প্রতিষ্ঠার কারণ- র. শিল্পায়ন বৃদ্ধি করা রর. মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ করা ররর. বিদেশি বিনিয়োগ বাড়ানো নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ৪৪। ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে- র. সিটি কপোের্রশন রর. পৌরসভা ররর. হাউস বিল্ডিং কতৃর্পক্ষ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ৪৫। সমবায়ের সাফল্যের চাবিকাঠি হলো- র. সহযোগিতা রর. সহমমির্তা ররর. সাম্য নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর