কুয়েটে মতবিনিময় সভা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৮ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। খুলনায় কমর্রত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. বজলার রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া ও রেজিস্ট্রার জিএম শহিদুল আলম উপস্থিত ছিলেন।প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ১৩ আগস্ট কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি এ প্রতিষ্ঠানেরই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে কুয়েট প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৪ সালের ৩ জুন শিক্ষা কাযর্ক্রম শুরু হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ২০০৩ সালে ৩টি বিভাগে মাত্র ১২০ জন শিক্ষাথীর্ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। বতর্মানে এখানে ৩টি ইনস্টিটিউট, ২০টি বিভাগ, ৪ হাজার ৬৩৫ জন স্নাতক ও ৯৬৭ জন স্নাতকোত্তর শিক্ষাথীর্ রয়েছে। এ ছাড়াও ১৩টি বিভাগ থেকে স্নাতকোত্তর তথা মাস্টাসর্ ও পিএইচডি ডিগ্রি দেয়া হয়।