ষষ্ঠ শ্রেণির পড়াশোনা (গণিত)

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২১, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায়-১ ১। সার্থক অঙ্ক কয়টি? ক. ১টি খ. ২টি গ. ৮টি ঘ. ৯টি সঠিক উত্তর : ঘ. ৯টি। ২। দশভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয়- ক. মেট্রিক রীতি খ. অকটেন রীতি গ. দশ গুণোত্তর রীতি ঘ. ভগ্নাংশ রীতি সঠিক উত্তর : গ. দশ গুণোত্তর রীতি। ৩। ৫ মিলিয়নে কত লাখ? ক. ১ লাখ খ. ৫০ লাখ গ. ৫৫ লাখ ঘ. ৫০০ লাখ সঠিক উত্তর : খ. ৫০ লাখ। ৪। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার কিসের ওপর নির্ভর করে? ক. আকৃতির ওপর খ. অবস্থানের ওপর গ. বিকৃতির ওপর ঘ. ভগ্নাংশের ওপর সঠিক উত্তর : খ. অবস্থানের ওপর। ৫। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ও ০ প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি? ক. ১টি খ. ৪টি গ. ৯টি ঘ. ১০টি সঠিক উত্তর : গ. ৯টি। নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও। পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। সংখ্যাগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ০ এগুলোকে অঙ্কও বলা হয়। ৬। উদ্দীপকে উলিস্নখিত সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি? ক. ১টি খ. ৪টি গ. ৯টি ঘ. ১০টি সঠিক উত্তর : গ. ৯টি। ৭। উদ্দীপকের শেষ তিনটি অঙ্ক নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি? ক. ৮০৯ খ. ৮৯০ গ. ৯০৮ ঘ. ৯৮০ সঠিক উত্তর : ক. ৮০৯ ৮। ৫৬৩-এর ফাঁকা স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য হবে? ক. ৮ খ. ৩ গ. ২ ঘ. ১ সঠিক উত্তর : ঘ. ১। ৯। একটি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক ০ (শূন্য) হলে সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? ক. ৩ খ. ৪ গ. ৭ ঘ. ৯ সঠিক উত্তর : খ. ৪ ১০। ৫ থেকে ১০ এর মধ্যে যৌগিক সংখ্যা কয়টি? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি সঠিক উত্তর : গ. ৩টি ১১। নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক? ক. ৫৪৩, ১২৩ খ. ১৪৪, ১৮৯ গ. ১২৫, ১৩৫ ঘ. ২১০, ১৪৩ সঠিক উত্তর : ঘ. ২১০, ১৪৩। ১২। ২৭৭২ সংখ্যাটি- র. ২ দ্বারা বিভাজ্য রর. ৩ দ্বারা বিভাজ্য ররর. ৪ দ্বারা বিভাজ্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৩। দুটি সংখ্যার গুণফল ৬২৫, এদের গ.সা.গু. ৫ হলে এদের ল.সা.গু. কত? ক. ৭৫ খ. ১০০ গ. ১২৫ ঘ. ১৫০ সঠিক উত্তর : গ. ১২৫। ১৪। নিচের কোন সংখ্যাটি সব সংখ্যার গুণনীয়ক? ক. ৪ খ. ৩ গ. ২ ঘ. ১ সঠিক উত্তর : ঘ. ১। ১৫। ৫০০ কোটিতে কত বিলিয়ন? ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২ সঠিক উত্তর : ক. ৫।