শাবিপ্রবিতে ফুটবল টুনাের্মন্ট

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) খেলাধুলাবিষয়ক একমাত্র সংগঠন ‘স্পোটর্স সাস্ট’ কতৃর্ক সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ৪থর্ বারের মতো দুদিনব্যাপী ‘স্পোটর্স সাস্ট কিডস ফুটবল টুনাের্মন্ট-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই ফুটবল টুনাের্মন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সহকারী প্রোক্টর প্লাবন চন্দ্র সাহা। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আফজাল হোসাইন, সংগঠনের সভাপতি নাইম ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিক আল রশিদসহ অন্যান্য সদস্য এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধন ঘোষণার পরবতীর্ একটি আনন্দ শোভাযাত্রা হ্যান্ডবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আয়োজন করা এই ফুটবল টুনাের্মন্টে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন, স্বপ্নোত্থান, লুথা সেভেন ও সেইভ দ্যা ডিমের চারটি দল অংশগ্রহণ করছে।