নোবিপ্রবি বিদায় সংবধর্না

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শক্ষা জগৎ ডেস্ক য়
ি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগ তৃতীয় ব্যাচের বিদায় সংবধর্না অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে ওই বিদায় সংবধর্না অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগ ৪থর্ ব্যাচের আয়োজন করে। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের মাসুম মিয়া, মাহবুবুল হক, সুবণার্ বিশ্বাস প্রমুখ। এ ছাড়া শিক্ষাথীের্দর মধ্য থেকে বিদায়ী বক্তব্য রাখেন চতুথর্ ব্যাচের শিক্ষাথীর্ মাজহারুল ইসলাম আরাফাত ও মুনতাহা আজমী, পঞ্চম ব্যাচের শিক্ষাথীর্ মাহমুদুল হাসান গালিব, ষষ্ঠ ব্যাচের শিক্ষাথীর্ সাদিয়া আফরিন তাজিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন চতুথর্ ব্যাচের শিক্ষাথীর্ আসাদুজ্জামান নয়ন এবং চতুথর্ ব্যাচের শিক্ষাথীর্ জান্নাতুল ফেরদৌস সুমাইয়া। বিদায়ী শিক্ষাথীের্দর মধ্য থেকে বক্তৃতা রাখেন তৃতীয় ব্যাচের শিক্ষাথীর্ হাসানুজ্জামান বিজয়, মাহফুজা আক্তার বিনা, মো. নাজমুল হক, সত্যজিৎ দাস শুভ, তানভীর খান জুয়েল। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. দিব্যদ্যুতি সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা, প্রক্টর মুশফিকুর রহমান, ফিশারিজ অ্যান্ড মেরিন সাইন্স বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জাহাঙ্গীর সরকার প্রমুখ।