বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ৫. ‘বায়স’ শব্দের অথর্ কী? ক. বয়স খ. বাড়ি গ. কাক ঘ. ঠেঁাট সঠিক উত্তর: গ. কাক ৬. ‘ভøাদিমির ইলিচ উলিয়ানোফ’-এর ছদ্ম নাম কী? ক. লেনিন খ. মুসোলিনি গ. সাইয়্যার ঘ. সানইয়াত সঠিক উত্তর: ক. লেনিন ৭. ‘শকল’ শব্দের অথর্ কী? ক. সব খ. মাছের অঁাশ গ. বঁাশ ঘ. শিকল সঠিক উত্তর: খ. মাছের অঁাশ ৮. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? ক. জসীমউদ্দীন খ. ফররুখ আহমেদ গ. আবুল হোসেন ঘ. শহীদ কাদরী সঠিক উত্তর: ক. জসীমউদ্দীন ৯. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ক. ফাসির্ খ. তুকির্ গ. পতুির্গজ ঘ. আরবি সঠিক উত্তর: খ. তুকির্ ১০. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য? ক. মহাকাব্য খ. সনেট গ. পত্রকাব্য ঘ. গীতিকাব্য সঠিক উত্তর: গ. পত্রকাব্য ১১. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে? ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. আনন্দমোহন বাগচী সঠিক উত্তর: ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১২. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি? ক. ১৯৯৭ খ. ১৯৯৮ গ. ১৯৯৯ ঘ. ২০০০ সঠিক উত্তর: গ. ১৯৯৯ ১৩. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? ক. ৬ খ. ২ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর: খ. ২ ১৪. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী? ক. দিলারা হাশেম খ. রাজিয়া খান গ. রিজিয়া রহমান ঘ. সেলিনা হোসেন সঠিক উত্তর: খ. রাজিয়া খান ১৫. ‘অপ’ কী ধরনের উপসগর্? ক. সংস্কৃত খ. বাংলা গ. বিদেশী ঘ. মিশ্র সঠিক উত্তর: ক. সংস্কৃত