জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝানো হয়েছে?

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ৩। শেখ মুজিবুর রহমান তঁার ভাষণে কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন? ক. সরকারের মন্ত্রীর হাতে খ. সরকারের প্রতিনিধির হাতে গ. জনগণের প্রতিনিধির হাতে ঘ. তঁার নিজস্ব প্রতিনিধির হাতে সঠিক উত্তর: গ. জনগণের প্রতিনিধির হাতে ৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ‘জাতির জনক’ বলার কারণ কোনটি? ক. পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন বলে খ. স্বাধীন বাংলাদেশের স্থপতি বলে গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে ঘ. বাংলার অবিসংবাদিত নেতা বলে সঠিক উত্তর: গ. বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বলে ৫। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই ¯েøাগানের মধ্যে লুকিয়ে আছেÑ র. অথৈর্নতিক মুক্তি রর. পরাধীনতা থেকে মুক্তি ররর. স্বাধীনতার ঘোষণা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকায় বণর্বাদের বিরুদ্ধে সংগ্রাম করেন। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বণর্বাদের। ৬। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাদৃশ্য রয়েছেÑ ক. তাজউদ্দীনের খ. সৈয়দ নজরুল ইসলামের গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘ. এম মনসুর আলীর সঠিক উত্তর: গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার মতো বঙ্গবন্ধুর কোন গুণটির জন্য বাংলার মানুষ তঁাকে বিশেষভাবে মনে রাখবে? ক. ন্যায়পরায়ণতার খ. সততার গ. স্বাধীনতাকামী মানসিকতার ঘ. নিলোর্ভ মানসিকতার সঠিক উত্তর: গ. স্বাধীনতাকামী মানসিকতার ৮। বঙ্গবন্ধুর দেওয়া ৭ মাচের্র ভাষণটি কত মিনিটের ছিল? ক. ১২ খ. ১৩ গ. ১৮ ঘ. ৩০ সঠিক উত্তর: গ. ১৮ ৯। স্বাধীন সাবের্ভৗম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে? ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. এ কে ফজলুল হক ঘ. তাজউদ্দীন আহমদ সঠিক উত্তর: ক. শেখ মুজিবুর রহমান ১০। ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝানো হয়েছে? ক. কারাগার থেকে মুক্তি খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তি গ. শোষণ-নিযার্তন থেকে মুক্তি ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি সঠিক উত্তর: গ. শোষণ-নিযার্তন থেকে মুক্তি ১১। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান কেন হয়েছিল? ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘ. খাদ্যের জন্য সঠিক উত্তর: খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১২। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নিবার্চন দেন কেন? ক. ভুল সিদ্ধান্তের জন্য খ. জনগণের আন্দোলনের চাপে গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে ঘ. রাজনীতিবিদদের বিক্ষোভের ফলে সঠিক উত্তর: খ. জনগণের আন্দোলনের চাপে