খুবিতে বৃক্ষরোপণ কমর্সূচি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বৃক্ষরোপণ কমর্সূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল প্রাঙ্গণে এই কাযর্ক্রমের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হল সীমার মধ্যে অবস্থিত পুকুর পাড়ে একটি সুপারিগাছের চারা লাগিয়ে ভিসি এ কাযর্ক্রমের উদ্বোধন করেন। তিনি এই হলের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে সৌন্দযর্ বধর্ন এবং ছায়াঘন সুন্দর পরিবেশ গড়ে তোলার আহŸান জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং হলের প্রভোস্ট প্রফেসর ড. সমীর কুমার সাধুসহ সহকারী প্রভোস্ট প্রসূন কুমার ঘোষ, খানজাহান আলী হলের সংশ্লিষ্ট কমর্কতার্ ও হল নিবাসী শিক্ষাথীর্রা উপস্থিত ছিলেন।