বেরোবিতে কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণবিষয়ক কমর্শালা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ায় এই কমর্শালার আয়োজন করে বেসরকারি সংস্থা ওয়াল্ডর্ ভিশন। কমর্শালার উদ্বোধন করেন ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এসময় তিনি বলেন, এ ধরনের কমর্শালার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীর্রা ব্যক্তি জীবনে সমৃদ্ধ হবে এবং সমাজে তাদের অবদান রাখতে সক্ষম হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীের্দর জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্থাটির প্রতি তিনি ধন্যবাদ জানান। ওয়াল্ডর্ ভিশনের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কমর্কতার্ মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কমর্শালায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ছাত্র পরামশর্ ও নিদের্শনা দপ্তরের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ছদরুল ইসলাম সরকার। কমর্শালাটি পরিচালনা করেন ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশ রংপুরের এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার স্টিফেন হালদার রুভেন এবং ওয়াল্ডর্ ভিশন বাংলাদেশ রংপুরের রিজিওনাল অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রটেক্ট কো-অডিের্নটর মো. জামাল উদ্দিন। এপিসি টেশনিক্যাল স্পেশালিস্ট মো. তাহমিদুর রহমানসহ সংস্থাটির আরও কয়েকজন কমীর্ এসময় উপিস্থিত ছিলেন।