নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৪ ৫৩। এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম কারণÑ র. একক মালিকানার জন্য রর. আইনগত সত্তা থাকায় ররর. চিরন্ত হওয়া নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং ৫৪ ও ৫৫নং প্রশ্নের উত্তর দাও : জনাব আবিদ, সাবির ও তাদের পঁাচজন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশ এন্টারপ্রাইজ নামে একটি ফামর্ প্রতিষ্ঠা করেন। সম্প্রতি জনাব আবিদ সরকারি চাকরি পাওয়ার ব্যবসায় থেকে অবসর গ্রহণ করেন। ৫৪। উদ্দীপকে ‘দেশ এন্টারপ্রাইজ’ কোন ধরনের ব্যবসায় সংগঠন? (ক) সমবায় সমিতি (খ) অংশীদারি ব্যবসায় (গ) প্রাইভেট লিঃ কোম্পানি (ঘ) পাবলিক লিঃ কোম্পানি সঠিক উত্তর: (খ) অংশীদারি ব্যবসায় ৫৫। উদ্দীপকে দেশ এন্টারপ্রাইজ বিলোপসাধন কীভাবে ঘটবে? (ক) আদালতের আদেশ অনুসারে (খ) বাধ্যতামূলকভাবে (গ) সকলে একমত হয়ে (ঘ) বিশেষ ঘটনা সাপেক্ষে সঠিক উত্তর: (খ) বাধ্যতামূলকভাবে উদ্দীপকটি পড় এবং ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও। নাফিজ ও তার বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। উৎপাদিত পণ্যের মান সংগঠনের ধরনের পরিবতর্ন করে ১৯৯৪ সালের আইনানুযায়ী কাজ শুরু করে। ৫৬। উদ্দীপকের কারখানাটি কোন ধরনের? (ক) একমালিকানা (খ) যৌথ ব্যবসায় (গ) অংশীদারি (ঘ) রাষ্ট্রীয় ব্যবসায় সঠিক উত্তর: (গ) অংশীদারি ৫৭। কোন ধরনের ব্যবসায় করার জন্য তারা কাজ শুরু করে? (ক) একমালিকানা (খ) যৌথ ব্যবসায় (গ) অংশীদারি (ঘ) রাষ্ট্রীয় ব্যবসায় সঠিক উত্তর: (খ) যৌথ ব্যবসায় ৫৮। ১৯৯৪ সালের আইনানুযায়ী কোম্পানি গঠনে কয়টি পযাের্য় সম্পন্ন হয়? (ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬ সঠিক উত্তর: (খ) ৪ উদ্দীপকটি পড় এবং ৫৯নং প্রশ্নের উত্তর দাও। মেঘনা নদীর পাড়ে অবস্থিত গুবিন্দিয়া গ্রামের জেলেরা তাদের আহরিত মাছ প্রভাবশালী রফিক ব্যাপারীর নিকট বিক্রয় করেন। কিন্তু তারা তাদের ন্যায্যমূল্য পান না। এমতাবস্থায় তারা সম্মিলিতভাবে মাছ বিক্রয়ের চিন্তাভাবনা করছেন। ৫৯। গুবিন্দিয়া গ্রামের জেলেরা মাছ বিক্রয়ের কোন পদ্ধতির কথা চিন্তা করেছেন? (ক) বিপণি বিতানের মাদ্যমে বিক্রয় (খ) প্রতিনিধির মাধ্যমে বিক্রয় (গ) সমবায় সমিতির মাধ্যমে বিক্রয় (ঘ) সরকারি প্রতিনিধির মাধ্যমে বিক্রয় সঠিক উত্তর: (গ) সমবায় সমিতির মাধ্যমে বিক্রয় উদ্দীপকটি পড় এবং ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও। জনাব কামাল কুমিল্লার ইপিজেডের সামনে একটি ডিপাটের্মন্টাল স্টোর স্থাপন করেন। এতে তিনি ব্যবসায়ে যথেষ্ট লাভবান হলেন। তবে তিনি ছোট বেলায় তার পিতার ব্যবসায়ের সহযোগী হিসেবে কাজ করেন।