জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

বঙ্গবন্ধু ঘরে ঘরে দুগর্ গড়ে তুলতে বলেন কেন?

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১৩। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুগর্ গড়ে তুলতে বলেন কেন? ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে সঠিক উত্তর: খ. শত্রæর মোকাবিলা করতে ১৪। ‘আরটিসি’-এর পূণর্রূপ কী? ক. রাউন্ড টেবিল কনার্র খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি গ. রাউন্ড টেবিল সেশন ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স সঠিক উত্তর: ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স ১৫। ‘ওয়াপদা’ বলতে কী বোঝায়? ক. পানি উন্নয়ন বোডর্ খ. পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোডর্ গ. বিদ্যুৎ উন্নয়ন বোডর্ ঘ. ওয়াডর্ উন্নয়ন বোডর্ সঠিক উত্তর: খ. পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোডর্ ১৬। ‘শাসনতন্ত্র’ বলতে কী বোঝায়? ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা গ. বিদেশের আইন ঘ. সমাজের নিয়মকানুন সঠিক উত্তর: ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান ১৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন কিসের জন্য? ক. ছয় দফা কমর্সূচির জন্য খ. এগারো দফা কমর্সূচির জন্য গ. সত্তরের নিবার্চনে অংশগ্রহণের জন্য ঘ. সত্তরের নিবার্চন বয়কট করার জন্য সঠিক উত্তর: ক. ছয় দফা কমর্সূচির জন্য পড়ে পাওয়া ১। ‘পড়ে পাওয়া’ গল্পটি শিক্ষাথীের্দর মধ্যে কোন চেতনার সৃষ্টি করবে? ক. রাজনৈতিক খ. দেশাত্মবোধক গ. সাংস্কৃতিক ঘ. নৈতিক সঠিক উত্তর : ঘ. নৈতিক ২। ‘শীতে কেঁপে মরছি’Ñ এটি কার উক্তি? ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর সঠিক উত্তর : গ. বাদলের ৩। কারা হঠাৎ ধামির্ক হয়ে উঠল? ক. লেখক ও বাদল খ. বাদল ও বিধু গ. নিধু ও সিধু ঘ. বিধু সঠিক উত্তর : ক. লেখক ও বাদল ৪। গুপ্ত মিটিং কোথায় বসল? ক. ভাঙা নাটমন্দিরের কোণে খ. তেঁতুলগাছের তলায় গ. চÐীমÐলের সামনে ঘ. বিচালিগাদার কোণে সঠিক উত্তর : ক. ভাঙা নাটমন্দিরের কোণে ৫। কার নিদেের্শ মিটিং বসেছিল? ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর সঠিক উত্তর : খ. বিধুর ৬। কার হাতের লেখা ভালো? ক. বিধুর খ. নিধুর গ. বাদলের ঘ. তিনুর সঠিক উত্তর : গ. বাদলের