জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর নিকট আত্মসমপর্ণ করেÑ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৮৪। মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রæমুক্ত জেলা কোনটি? (ক) যশোর (খ) কমিল্লা (গ) সিলেট (ঘ) চট্টগ্রাম সঠিক উত্তর : (ক) যশোর ৮৫। কত তারিখে যৌথ বাহিনী গঠিত হয়? (ক) ১০মে ১৯৭০ (খ) ৩০আগষ্ট ১৯৭১ (গ) ১৭নভেম্বর ১৯৭১ (ঘ) ২১নভেম্বর ১৯৭১ সঠিক উত্তর : (ঘ) ২১নভেম্বর ১৯৭১ ৮৬। কখন পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় মেনে নিয়ে যৌথ বাহিনীর নিকট আত্মসমপর্ণ করে? (ক) ১৪ ডিসেম্বর ১৯৭১ (খ) ১৫ ডিসেম্বর ১৯৭১ (গ) ১৬ ডিসেম্বর ১৯৭১ (ঘ) ১৭ ডিসেম্বর ১৯৭১ সঠিক উত্তর : (গ) ১৬ ডিসেম্বর ১৯৭১ ৮৭। কারা পাকিস্তানি বাহিনীদের সহায়তার জন্য সহযোগী বাহিনী গঠন করে? (ক) মুসলিম লীগ ও জামায়াতে ইসলামি (খ) মুসলিম লীগ ও কংগ্রেস (গ) জামায়াতে ইসলামি ও ন্যাপ (ঘ) মুসলিম লীগ ও ন্যাপ সঠিক উত্তর : (ক) মুসলিম লীগ ও জামায়াতে ইসলামি ৮৮। কোন সম্প্রদায় পাকিস্তানি হানাদের নিবির্চারে হত্যার শিকার হন? (ক) চাকমা সম্প্রদায় (খ) অবলা নারী (গ) আওয়ামী লীগ নেতাকমীর্ (ঘ) হিন্দু সম্প্রদায় সঠিক উত্তর : (ঘ) হিন্দু সম্প্রদায় ৮৯। আত্মসমপর্ণ দলিলে যারা স্বাক্ষর করেন- (ক) লে.জেনারেল ওসমানী ও লে.জেনারেল নিয়াজী (খ) লে.জেনারেল টিক্কা খান ও লে.জেনারেল জগজিৎ সিং অরোরা (গ) লে.জেনারেল জগজিৎ সিং অরোরা ও লে.জেনারেল নিয়াজী (ঘ) লে.জেনারেল ওসমানী ও রাও ফরমান আলী সঠিক উত্তর : (গ) লে.জেনারেল জগজিৎ সিং অরোরা ও লে.জেনারেল নিয়াজী