প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

১ ডজন =

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় অধ্যায় ২০। ভাজক ১০, ভাগফল ১০ এবং ভাগশেষ ১ হলে ভাজ্য কত? উত্তর : ১০১ ২১। দুইটি সংখ্যার গুণফল ৯২১৬। একটি সংখ্যা ৭২ হলে, অপর সংখ্যাটি কত? উত্তর : ১২৮ ২২। নিদির্ষ্ট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে দশমিক বিন্দু কত বামে সরবে? উত্তর : ক্ষুদ্রতম সংখ্যাটিতে যতটি অঙ্ক থাকে ২৩। ৮৩৬৮ কে ১৬ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? উত্তর : ৫২৩ ২৪। ৮ ৫ গু ৮৪ ; ফঁাকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০ থেকে ছোট হবে? উত্তর : ০ (শূন্য) ২৫। দুইটি সংখ্যার গুণফল ৫৪ । একটি সংখ্যা ৬ হলে, অপর সংখ্যাটি কত? উত্তর : ৮ ২৬। দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি সংখ্যা জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যাবে? উত্তর : ভাগ প্রক্রিয়ায় ২৭। দুইটি সংখ্যার গুণফল ৮৯২০০। একটি সংখ্যা ১০০ হলে, অপরটি কত? উত্তর : ৮৯২ ২৮। দুইটি সংখ্যার গুণফল ২৫৬, একটি সংখ্যার ৪ গুণ ১৬ হলে, অপরটি কত? উত্তর : ৬৪ তৃতীয় অধ্যায় ১। পঁাচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পাথর্ক্য লিখ। উত্তর : ১ ২। ১ ডজন = কতটি? উত্তর : ১২টি ৩। ১ হালি = কতটি? উত্তর : ৪টি ৪। এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে, এক জোড়া কলমের দাম কত? উত্তর : ১০ টাকা ৫। ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৯টি ডিমের দাম কত? উত্তর : ৭২ টাকা ৬। ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, এরূপ ১৫টি কলমের দাম কত? উত্তর : ৬০ টাকা