বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
বাংলা

পঞ্চম শ্রেণির পড়াশোনা

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

আবেদনপত্র

(১) মনে করো, তোমার নাম আবুল/আয়েশা। তুমি বাসাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন বিদ্যালয় থেকে মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ২১-৬-২০২০

বরাবর

প্রধান শিক্ষক

বাসাইল প্রাথমিক বিদ্যালয়

বাসাইল, টাঙ্গাইল।

বিষয় : চিড়িয়াখানা পরিদর্শনের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। ঢাকার মিরপুর চিড়িয়াখানায় আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তাই আপনার তত্ত্বাবধানে আমরা মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যেতে আগ্রহী।

অতএব, আমাদের আবেদন বিবেচনা করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক

পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে

আবুল/আয়েশা, রোল নং-১

বাসাইল প্রাথমিক বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল।

(২) মনে করো, তোমার নাম মানিক/ময়না। তোমার বিদ্যালয়ের নাম রসুলনগর প্রাথমিক বিদ্যালয়। এলাকার 'কিশোর সংঘ' আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ২১-৬-২০২০

বরাবর

প্রধান শিক্ষক

রসুলনগর প্রাথমিক বিদ্যালয়, পাবনা।

বিষয় : পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুমতির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রী। আমাদের বিদ্যালয় সংলগ্ন 'কিশোর সংঘ' আগামী ১৮ জুন ২০২০ তারিখ এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। উক্ত অভিযানে আমরাও অংশগ্রহণ করতে চাই।

অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক

৫ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে

মানিক/ময়না

পঞ্চম শ্রেণি, রোল নং-৫

রসুলনগর প্রাথমিক বিদ্যালয়, রসুলনগর, পাবনা।

(৩) মনে করো, তোমার নাম তারেক/সুফিয়া। তোমার বিদ্যালয়ের নাম নিমপুর প্রাথমিক বিদ্যালয়। এখন ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ১৫-৬-২০১৯

বরাবর

প্রধান শিক্ষক

নিমপুর প্রাথমিক বিদ্যালয়, জামালপুর।

বিষয়: কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আপনার তত্ত্বাবধানে আমরা ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনের জন্য একান্ত আগ্রহী। ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার। তাই শহীদ মিনার পরিদর্শন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার ব্যবস্থা গ্রহণ করে আমাদের ইচ্ছা পূরণে সহায়তা করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক,

৫ম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে

তারেক/সুফিয়া

রোল নং-৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে