গণিত

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

নূর মোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
অধ্যায়-২ ২৩। অনুপাত- র. একটি ভগ্নাংশ রর. এর রাশি দুটি সমজাতীয় ররর. এর একক নেই নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর. ২৪। নিচের কোনটি ৫: ৭ এর সমতুল্য অনুপাত নয়? ক. ১০: ১৪ খ. ১৪: ১০ গ. ১৫: ২১ ঘ. ২৫: ৩৫ সঠিক উত্তর: খ. ১৪: ১০। ২৫। ১: ২: ৩ এর বিপরীত অনুপাত কোনটি? ক. ৩: ২: ১ খ. ২: ৩: ৬ গ. ৬: ৩: ২ ঘ. ৩: ২: ৬ সঠিক উত্তর: গ. ৬: ৩: ২। ২৬। ৭: ড় = ৪২: ৫৪ হলে ড় ঘরে নিচের কোনটি বসবে? ক. ৫ খ. ৬ গ. ৮ ঘ. ৯ সঠিক উত্তর: ঘ. ৯। ২৭। ২৫% এর অনুপাত নিচের কোনটি? ক. ১: ৪ খ. ১: ৫ গ. ৪: ১ ঘ. ৫: ১ সঠিক উত্তর: ক. ১: ৪। ২৮। ৪: ২৫ কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হবে? ক. ১৪% খ. ১৬% গ. ২০% ঘ. ২৫% সঠিক উত্তর: খ. ১৬%। ২৯। একটি রাশি অপর একটি রাশির ৫০%। রাশি দুটির অনুপাত কত? ক. ১: ৪ খ. ১: ২ গ. ২: ১ ঘ. ৪: ১ সঠিক উত্তর: খ. ১: ২। ৩০। ২০ টাকা ৮০ টাকার শতকরা কত? ক. ১৫% খ. ১৬% গ. ২০% ঘ. ২৫% সঠিক উত্তর: ঘ. ২৫%। ৩১। ১০: ৩৫ এর সরল মান কোনটি? ক. ১০: ৭ খ. ২: ৫ গ. ২: ৭ ঘ. ৩৫: ১০ সঠিক উত্তর: গ. ২: ৭। ৩২। নিচের কোনটি গুরু অনুপাত? ক. ১০: ৭ খ. ২: ৫ গ. ২: ৭ ঘ. ৩: ১০ সঠিক উত্তর: ক. ১০: ৭। ৩৩। অহনা দোকান থেকে দুটি সমান মূল্যের খাতা কিনল। খাতা দুটির ক্রয়মূল্যের অনুপাত কোন ধরনের অনুপাত? ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত গ. মিশ্র অনুপাত ঘ. একক অনুপাত সঠিক উত্তর: ঘ. একক অনুপাত। ৩৪। দুটি রাশির অনুপাত ৩: ৫। পূর্ব রাশির সাথে 'ক' যোগ করলে রাশিটি একক অনুপাত হয়। 'ক' এর মান কত? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর: খ. ২। ৩৫। রহিমের বয়স ১০ বছর এবং করিমের বয়স ৬ বছর। তাদের বয়সের অনুপাতের সমতুল্য অনুপাত কোনটি? ক. ৫: ৬ খ. ১০: ৩ গ. ১৫: ৯ ঘ. ১৫: ১২ সঠিক উত্তর: গ. ১৫: ৯। নিচের তথ্যের আলোকে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। দুটি সংখ্যার অনুপাত ৭: ৩। তাদের একটি সংখ্যা ৪৯। ৩৬। প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কোনটি? ক. ৫: ৬ খ. ৩: ৭ গ. ১৪: ৬ ঘ. ২১: ৯ সঠিক উত্তর: খ. ৩: ৭।