বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে ওয়েবসাইটের উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

তথ্য ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফজিলাতুন্নেছা মুজিব হলের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

\হ১১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অনলাইনে যুক্ত হয়ে 'হল ম্যানেজমেন্ট সিস্টেম' ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত হলের সুপার সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইমরান পারভেজ, আইভি রহমান হলের সুপার প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকি, সুফিয়া কামাল হলের সুপার প্রফেসর ড. এএসএম কিবরিয়া, সহকারী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক ও ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী প্রতিনিধিবৃন্দসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে