বাংলা

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
বৃক্ষমেলা
আবেদনপত্র (৪) মনে করো তোমার নাম কাশেম/কমলা। তুমি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা টাঙ্গাইলের তাঁতশিল্প কারখানা পরিদর্শনে যেতে চাও এ বিষয়ে অনুমতি ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১৫-৬-২০১৯ বরাবর প্রধান শিক্ষক রতনপুর প্রাথমিক বিদ্যালয় রতনপুর, মানিকগঞ্জ। বিষয় : তাঁতশিল্প-কারখানা পরিদর্শনের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প কারখানা পরিদর্শনে আমরা একান্ত আগ্রহী। আপনার তত্ত্বাবধানে টাঙ্গাইলের বাজিতপুর তাঁতশিল্প কারখানা পরিদর্শনের ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব। অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়। নিবেদক শিক্ষার্থীদের পক্ষে কাশেম/কমলা, পঞ্চম শ্রেণি, রোল-১০। (৫) মনে করো তোমার নাম আদিয়া/আসলাম। তুমি কুমিলস্নার বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন, বৃক্ষমেলা পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১৫-৬-২০১৯ বরাবর প্রধান শিক্ষক বিজয়তলা প্রাথমিক বিদ্যালয় কুমিলস্না। বিষয় : বৃক্ষমেলা পরিদর্শনের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আগামী ৩০ জুন ২০১৯, জেলা সদরে সাতদিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। আমরা আপনার তত্ত্বাবধানে ওই মেলা পরিদর্শন করতে একান্ত আগ্রহী। অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়। নিবেদক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে আদিয়া/আসলাম বিজয়তলা প্রাথমিক বিদ্যালয় কুমিলস্না। (৬) মনে করো, তোমার নাম সুমন/সুমি। তুমি ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২৯-১০-২০১৯ বরাবর প্রধান শিক্ষক ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয় ধামরাই, ঢাকা। বিষয় : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। আমাদের অনেক দিনের ইচ্ছা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করা। তাই আমরা আপনার তত্ত্বাবধানে ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে যেতে চাই। অতএব, আমাদের আবেদন বিবেচনা করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়। নিবেদক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে সুমন/সুমী ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।