গণিত

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

নূর মোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
-৫ এর পরবর্তী সংখ্যাটি কত?
অধ্যায়-২ দুটি সংখ্যার অনুপাত ৭: ৩। তাদের একটি সংখ্যা ৪৯। ৩৭। অপর সংখ্যাটি কত? ক. ১০ খ. ১২ গ. ২১ ঘ. ৯৪ সঠিক উত্তর: গ. ২১। ৩৮। ৩০০ টাকা দুজন ব্যক্তিকে ৩: ২ এর ব্যস্তানুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে? ক. ১০০ খ. ১২০ গ. ১৪০ ঘ. ১৮০ সঠিক উত্তর: ঘ. ১৮০। ৩৯। ২: ৩ এবং ৩: ৪ এর মিশ্র অনুপাতের শতকরায় প্রকাশিত রূপ কোনটি? ক. ২০% খ. ৫০% গ. ৭০% ঘ. ৮০% সঠিক উত্তর: খ. ৫০%। অধ্যায়-৩ ১। -৫ এর পরবর্তী সংখ্যাটি কত? ক. -৬ খ. -৪ গ. ৫ ঘ. ৬ সঠিক উত্তর: খ. -৪। ২। কোনো সংখ্যা থেকে ১ ধাপ ডান দিকে গেলে- র. ওই সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যা পাওয়া যায় রর. ওই সংখ্যাটির পরবর্তী সংখ্যা পাওয়া যায় ররর. ওই সংখ্যা থেকে বড় সংখ্যা পাওয়া যায় নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও ররর ঘ. রর ও ররর সঠিক উত্তর: খ. রর. ৩। ১ এর পূর্ববর্তী সংখ্যাটি কত? ক. -২ খ. -১ গ. ০ ঘ. ২ সঠিক উত্তর: গ. ০। ৪। ১, ২, ৩, ৪,... সংখ্যাগুলোকে বলা হয়- র. পূর্ণ সংখ্যা রর. ধনাত্মক সংখ্যা ররর. অঋণাত্মক সংখ্যা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর. ৫। শূন্যসহ সব ধনাত্মকপূর্ণ সংখ্যাকে নিচের কোনটি বলা হয়? ক. ধনাত্মক সংখ্যা খ. অঋণাত্মক সংখ্যা গ. ঋণাত্মক সংখ্যা ঘ. স্বাভাবিক সংখ্যা সঠিক উত্তর: খ. অঋণাত্মক সংখ্যা। ৬। আয়কে (+) চিহ্ন দ্বারা প্রকাশ করা হলে লাভকে নিচের কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা যাবে? ক. + চিহ্ন খ. ু চিহ্ন গ. ক্ম চিহ্ন ঘ. গু চিহ্ন সঠিক উত্তর: ক. + চিহ্ন ৭। ওপরের চিত্রটি দ্বারা নিচের কোনটি প্রকাশ করে? ক. ধনাত্মক সংখ্যা খ. অঋণাত্মক সংখ্যা গ. ঋণাত্মক সংখ্যা ঘ. স্বাভাবিক সংখ্যা সঠিক উত্তর: ঘ. স্বাভাবিক সংখ্যা ১১। যদি সমতল ভূমিকে ০ (শূন্য) বিন্দু ধরা হয়, তবে ৫টি সিঁড়ি ওপরে উঠলে নিচের কোনটি হবে? ক. -৫ খ. = ৫ গ. ৫ ঘ. +৫ সঠিক উত্তর: ঘ. +৫। নিচের সংখ্যা দুটির আলোকে ১২-১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও। সংখ্যা দুটি হলো: -৬ ও +৬ ১২। প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে বাঁয়ে কোনটি অবস্থিত? ক. -৬ খ. ০ গ. ১ ঘ. +৬ সঠিক উত্তর: ক. -৬। ১৩। -৬ এর পূর্ববর্তী সংখ্যাটি কত? ক. +৬ খ. +৭ গ. -৫ ঘ. -৭ সঠিক উত্তর: ঘ. -৭। ১৪। সংখ্যা দুটির যোগফল কত? ক. -১২ খ. ০ গ. ১২ ঘ. +৩৬ সঠিক উত্তর: খ. ০। ১৫। +৬ এর পরবর্তী সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি কত? ক. -৬ খ. ০ গ. +৬ ঘ. +৭ সঠিক উত্তর: গ. +৬। ১৬। +৪ এর ৪ ধাপ বাঁয়ের পূর্ণ সংখ্যাটি কত? ক. -১ খ. ০ গ. ১ ঘ. ৮ সঠিক উত্তর: খ. ০। ১৭। সব পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর: গ. ৩।