জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :ময়মনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর : ১৯২৩ সালে। প্রশ্ন :পদ বা পদাবলি বলতে কী বুঝায়? উত্তর :পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। প্রশ্ন :বৈষ্ণব সাহিত্য কী? উত্তর :বৈঞ্চবমতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে। প্রশ্ন :বৈষ্ণব পদাবলি সাহিত্যর সূচনা ঘটে কবে? উত্তর :চতুর্দশ শতকে। প্রশ্ন্ন :বৈষ্ণব পদাবলি সাহিত্যের বিকাশকাল কখন? উত্তর :ষোড়শ শতকে। প্রশ্ন :শাক্ত পদাবলি কোন শতকের সাহিত্য ছিল? উত্তর : আঠারো শতক। প্রশ্ন :বৈষ্ণব পদাবলি সাহিত্যের আদি কবি কারা? উত্তর : বিদ্যাপতি ও চন্ডীদাশ। প্রশ্ন :বৈষ্ণব পদাবলি সাহিত্যের চতুষ্টয় কারা? উত্তর :বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস। প্রশ্ন :বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি? উত্তর : চতুর্দশ শতক। প্রশ্ন :জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি? উত্তর : ষোড়শ শতক। প্রশ্ন :বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলি রচনা করেছেন? উত্তর : ব্রজবুলি ভাষায়। প্রশ্ন :বৈষ্ণব পদাবলি সাহিত্যের উলেস্নখযোগ্য কবি কারা? উত্তর :বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয়দ সুলতান, আলাওল, দীন চন্ডীদাস, চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম, করম আলী।