শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাবির বর্ষসেরা গবেষক প্রফেসর ড. সালেহ হাসান

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ষসেরা গবেষক নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ২০২০ সালে স্কোপাস তালিকাভুক্ত জার্নালগুলোতে সর্বোচ্চ সংখ্যক প্রকাশিত গবেষণা নিবন্ধ নিয়ে তিনি সেরা গবেষক নির্বাচিত হয়েছেন। স্কোপাস ডেটাবেজের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ৯ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে সায়েন্টিফিক বাংলাদেশ। তাদের এ প্রতিবেদন অনুযায়ী, গত বছর স্কোপাস ইনডেক্সড জার্নালগুলোতে অধ্যাপক নকীবের প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা ছিল ২০টি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় হচ্ছে সুপারকন্ডাকটিভিটি এবং কম্পিউটেশনাল ফিজিক্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে