ষষ্ঠ শ্রেণির পড়াশোনা গণিত

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ০০:০০

নূর মোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায়-৫ ১। একটি সমীকরণে কয়টি পক্ষ থাকে? ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি সঠিক উত্তর: খ. দুটি। ২। সরল সমীকরণে চলকের ঘাত কত? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর: ক. ১। ৩। নিচের কোনটি সরল সমীকরণ নয়? ক. ২ী - ১= ৫ খ. ী + ু = ৬ গ. ৩ী - ২ু = ১০ + ু ঘ. ী২ + ু২ = ৪ সঠিক উত্তর: ঘ. ী২ + ু২ = ৪. ৪। ২ী - ৩ = ৫ সমীকরণের বীজ কত? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর: ঘ. ৪ ৫। ২ু + ৩ = ৩ সমীকরণের মূল কোনটি? ক. ০ খ. ১ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর: ক. ০. ৬। ী + ২ = ৬ হচ্ছে- র. একটি গাণিতিক খোলা বাক্য রর. একটি সমতা ররর. একটি সমীকরণ কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর. ৭। সমীকরণের অজানা রাশিকে কী বলা হয়? ক. মূল খ. চলক গ. সহগ ঘ. ধ্রম্নবক সঠিক উত্তর: খ. চলক। ৮। সমীকরণটিতে চলকের মান কত? ক. ০ খ. ১ গ. ৩ ঘ. ৫ সঠিক উত্তর: খ. ১। ৯। ১৬ - ২ী = ৮ সমীকরণটির সমাধান কোনটি? ক. ী = ৮ খ. ী = ৪ গ. ী = - ৪ ঘ. ী = - ৮ সঠিক উত্তর: খ. ী = ৪. ১০। ৩ী - ২ = ৭ হলে ী + ১-এর মান কত? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর: ঘ. ৪. নিচের তথ্যের আলোকে ১১-১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও ৪ী + ২ = ী - ৭ একটি সমীকরণ। ১১। সমীকরণটিতে কয়টি পক্ষ আছে? ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি সঠিক উত্তর: খ. দুটি। ১২। সমীকরণটিতে কয়টি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়েছে? ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. একটি সঠিক উত্তর: খ. তিনটি। ১৩। সমীকরণটিতে চলকের মান কত? ক. ু ৩ খ. ু ১ গ. ১ ঘ. ৩ সঠিক উত্তর: ক. ু ৩। ১৪। কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৫ যোগ করলে যোগফল ৭ হয়? ক. ১ খ. ২ গ. ৬ ঘ. ১২ সঠিক উত্তর: ক. ১। ১৫। কোন সংখ্যার ৩ গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল ১৩ হয়? ক. ৩ খ. ৬ গ. ১৩ ঘ. ২৬ সঠিক উত্তর: গ. ১৩। ১৬। একটি পেনসিলের দাম যত টাকা তা থেকে ৫ টাকা কম হলে দাম হতো ৪ টাকা। পেনসিলটির দাম কত টাকা? ক. ৫ খ. ৬ গ. ৮ ঘ. ৯ সঠিক উত্তর: ঘ. ৯।