বাংলা প্রথমপত্র

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
পিরামিড
নীলনদ আর পিরামিডের দেশ ১। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? ক. সুদান খ. সৌদি আরব গ. ইরান ঘ. মিশর সঠিক উত্তর : ঘ. মিশর ২। 'ক্যারাভান' শব্দটির অর্থ কী? ক. কাফেলা খ. গাড়ি গ. উড়োজাহাজ ঘ. মেলা সঠিক উত্তর : ক. কাফেলা ৩। লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছাল কখন? ক. সন্ধ্যায় খ. বিকেলে গ. সকালে ঘ. ভোরে সঠিক উত্তর : ক. সন্ধ্যায় ৪। সন্ধ্যার দিকে লেখকদের জাহাজ কোথায় পৌঁছাল? ক. চট্টগ্রাম বন্দরে খ. সুয়েজ বন্দরে গ. করাচি বন্দরে ঘ. কানিকট বন্দরে সঠিক উত্তর : খ. সুয়েজ বন্দরে ৫। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কোনটি বেগুনি রং ধারণ করল বলে লেখক উলেস্নখ করেছেন? ক. সুয়েজ বন্দর খ. সুয়েজ খাল গ. ভূমধ্যসাগর ঘ. নীলাকাশ সঠিক উত্তর : ঘ. নীলাকাশ ৬। লেখকের বর্ণনায় ঘন নীলাকাশের সঙ্গে কোন রঙ মিলে বেগুনি রঙ ধারণ করল? ক. সবুজ খ. হলুদ গ. কালো ঘ. লাল সঠিক উত্তর : ঘ. লাল ৭। লেখকের বর্ণনায় মন্দমধুর ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছিল? ক. পিরামিডের পাহাড় থেকে খ. নীলনদ থেকে গ. ভূমধ্যসাগর থেকে ঘ. সুয়েজ বন্দর থেকে সঠিক উত্তর : গ. ভূমধ্যসাগর থেকে ৮। কত মাইল পেরিয়ে ঠান্ডা হাওয়া আসছে বলে লেখক তার রচনায় উলেস্নখ করেছেন? ক. ১০০ মাইল খ. ৯০ মাইল গ. ৮০ মাইল ঘ. ৭০ মাইল সঠিক উত্তর : ক. ১০০ মাইল ৯। সূর্য কোথায় অস্ত গেল বলে লেখক 'নীলনদ আর পিরামিডের দেশ' রচনায় উলেস্নখ করেছেন? ক. মরুভূমির পেছনে খ. মরুভূমির সামনে গ. সুদানের রাস্তায় ঘ. মিশরের রাস্তায় সঠিক উত্তর : ক. মরুভূমির পেছনে ১০। লেখকের বর্ণনায় সূর্যরশ্মি কোথায় প্রতিফলিত হচ্ছিল? ক. তরল জলে খ. সোনালি বালিতে গ. সাগরে ঘ. নদীতে সঠিক উত্তর : খ. সোনালি বালিতে ১১। সোনালি বালিতে প্রতিফলিত হয়ে সূর্যরশ্মি কোথায় হানা দিচ্ছিল? ক. সুদানের মরুভূমিতে খ. তরল জলে গ. সোনালি বালিতে ঘ. আকাশের বুকে সঠিক উত্তর : ঘ. আকাশের বুকে ১২। লেখকের দেখা মরুভূমিতে প্রতিফলিত সূর্যরশ্মি কিসের রঙ বদল করছিল? ক. মরুভূমির খ. আকাশের গ. সাগরের ঘ. পাহাড়ের সঠিক উত্তর : খ. আকাশের