বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
বায়ুদূষণ
অধ্যায়-১ ৫০. প্রাণী শ্বাসকার্যে কী ত্যাগ করে? উত্তর: কার্বন ডাই-অক্সাইড ৫১. শ্বাসকার্যে উদ্ভিদ কী গ্রহণ করে? উত্তর: কার্বন ডাই-অক্সাইড ৫২. কেঁচো কোথায় বাস করে? উত্তর: মাটিতে ৫৩. কোনো স্থানের জীব ও জড়ের মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে? উত্তর: বাস্তুসংস্থান অধ্যায়-২ ১. কলকারখানার ধোঁয়া কী হয়? উত্তর: বায়ুদূষণ ২. ডায়রিয়া কীসের ফলে হয়? উত্তর: পানিদূষণের ফলে ৩. মাটিদূষণের কারণ কী? উত্তর: কীটনাশকের ব্যবহার ৪. পরিবেশ সংরক্ষণের উপায় কী? উত্তর: রিসাইকেল করা ৫. কয়লা ও তৈল কী? উত্তর: জীবাশ্ম জ্বালানি ৬. নির্বিচারে গাছকাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। এ সমস্যা সমাধানে কী করা উচিত? উত্তর: বৃক্ষরোপণ ৭. এলাকার পরিবেশ সবুজ রাখতে এলাকাবাসীকে নিয়ে কোন কাজটি করা উচিত? উত্তর: প্রত্যেকের বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ ৮. ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে পুকুর, খাল-বিলে ফেললে কী হবে? উত্তর: পরিবেশের দূষণ ঘটবে ৯. হিমালয়ের হিমবাহ গলতে শুরু করলে কী ঘটবে? উত্তর: সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে ১০. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজালে কোন ধরনের দূষণ হয়? উত্তর: শব্দদূষণ ১১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটে? উত্তর: সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায় ১২. পরিবেশদূষণের ফলে কী ঘটে? উত্তর: জীবের বিলুপ্তি ১৩. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মূল কারণ কী? উত্তর: শব্দদূষণ ১৪. কারখানার বর্জ্য পুকুরের পানিতে মেশার ফলে পুকুরের মাছ মারা যাচ্ছে কীভাবে? উত্তর: পানি দূষিত হওয়ায় ১৫.বাড়ির পুকুরে কাপড় ধৌত করলে পুকুরের কোন ক্ষতি হবে? উত্তর: পুকুরের পানিদূষণ হবে ১৬. তৃণাদের বাড়ির পাশের স্তূপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণ থেকে কী হতে পারে? উত্তর: অ্যাসিড বৃষ্টি ১৭. বাস থেকে নির্গত ধোঁয়া আকাশ ছেয়ে দিল। এটি পরিবেশে কী সৃষ্টি করবে? উত্তর: বায়ুদূষণ ১৮. বায়ুদূষণ রোধে কী করা উচিত? উত্তর: বেশি করে গাছ লাগানো উচিত ১৯. বায়ুদূষণ কীসের ওপর প্রভাব ফেলে? উত্তর: মানুষের স্বাস্থ্য ২০. বায়ুদূষণের প্রধান কারণ কী? উত্তর: যানবাহন ও কলকারখানার ধোঁয়া ২১. বার্ষিক পরীক্ষা চলাকালীন তোমার বিদ্যালয়ের পাশের একটি প্রতিষ্ঠান উচ্চ স্বরে মিউজিক পেস্ন করল। এতে তুমি ভালো লিখতে পারলে না। এটিকে তুমি কী বলবে? উত্তর: শব্দদূষণ ২২. পুকুরের পাড়ঘেঁষা ঝুলন্ত ও খোলা পায়খানা থেকে কী ধরনের সমস্যা হতে পারে? উত্তর: পানি দূষিত হবে ২৩.গাড়ির হর্ন, গোলমাল, হঠাৎ আওয়াজে আমাদের শারীরিক সমস্যা হয়। এই দূষণের ফলে কী সমস্যা হতে পারে? উত্তর: কানের সমস্যা ২৪. কৃষক বেশি ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করে। এই সার বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশের কোন দূষণ ঘটাবে? উত্তর: পানিদূষণ