জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন? উত্তর :ফকির আবদুলস্নাহ। প্রশ্ন :ফকির আবদুলস্নাহর শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত? উত্তর : ইউসুফ-জুলেখা। প্রশ্ন : প্রণয়োপাখ্যান জাতীয় উলেস্নখযোগ্য পুঁথি সাহিত্য কী কী? উত্তর : ইউসুফ-জুলেখা, সয়ফুলমূলক-বদিউজ্জামান, লায়লী-মজনু, গুলে বকাওলী। প্রশ্ন : যুদ্ধ সম্পর্কিত উলেস্নখযোগ্য পুঁথি সাহিত্য কী কী? উত্তর : জঙ্গনামা, আমির হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি। প্রশ্ন : পীর পাঁচালি বিষয়ক উলেস্নখযোগ্য পুঁথি সাহিত্য কী কী? উত্তর : গাজী কালু চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি। প্রশ্ন : নাথ সাহিত্য কী? উত্তর : বাংলাসাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণির যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনি অবলম্বনে রচিত কাব্য। প্রশ্ন : নাথ সাহিত্যের উলেস্নখযোগ্য কবি কে কে? উত্তর : শেখ ফয়জুলস্নাহ, ভীমসেন রায় ও শ্যামাদাস সেন। প্রশ্ন : গোরক্ষ বিজয়ের রচয়িতা কে? উত্তর : শেখ ফয়জুলস্নাহ। প্রশ্ন : শেখ ফয়জুলস্নাহ গোরক্ষ বিজয় কার মুখে শুনে পুস্তকাকারে লিপিবদ্ধ করেন? উত্তর : ভারত পাঁচাল রচয়িতা কবিন্দ্রের মুখে।