বাংলা প্রথমপত্র

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
মরুভূমি
নীলনদ আর পিরামিডের দেশ ১৩। লেখক মরুভূমিতে প্রবেশ করার সময় কোনটি নিষ্প্রভ হয়ে আসছিল? ক. বিজলি বাতি খ. মরুভূমির শহর গ. সুয়েজ বন্দর ঘ. নীলনদ সঠিক উত্তর : ক. বিজলি বাতি ১৪। মরুভূমিতে কোন দৃশ্যটি লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে? ক. সুদানিদের বিচরণ খ. সুয়েজ বন্দরের দৃশ্য গ. আকাশের রঙ পরিবর্তন ঘ. মরুভূমির চন্দ্রালোক সঠিক উত্তর : ঘ. মরুভূমির চন্দ্রালোক ১৫। 'সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলের মাঝখানে দেখা যায় না'- এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? ক. মরুভূমির সূর্যোদয় খ. মরুভূমির ওপর চন্দ্রালোক গ. সুয়েজ বন্দরের দৃশ্য ঘ. আকাশের রঙ পরিবর্তন সঠিক উত্তর : খ. মরুভূমির ওপর চন্দ্রালোক ১৬। কায়রোতে যাওয়ার সময় কোন ব্যাপারটি লেখকের কাছে ভুতুড়ে বলে মনে হয়? ক. মরুভূমির সূর্যালোক খ. মরুভূমির ওপর চন্দ্রালোক গ. সুয়েজ বন্দরের দৃশ্য ঘ. আকাশের রঙ পরিবর্তন সঠিক উত্তর : খ. মরুভূমির ওপর চন্দ্রালোক ১৭। জ্বলজ্বলে সবুজ আলো দুটি কোথা থেকে আসছিল? ক. নারীর চোখ থেকে খ. মোটরগাড়ি থেকে গ. উটের ক্যারাভান থেকে ঘ. ভূতের চোখ থেকে সঠিক উত্তর : গ. উটের ক্যারাভান থেকে ১৮। বেদুইনদের কাছে কোনটি প্রিয়? ক. খচ্চর খ. মরুভূমি গ. উট ঘ. পুত্র সঠিক উত্তর : গ. উট তোলপাড় ১। 'তোলপাড়' গল্পে বুড়ো লোকটির সঙ্গের মেয়ে তিনটি কে? ক. বুড়োর অপরিচিত খ. বুড়োর আত্মীয় গ. বুড়োর পুত্রবধূ ঘ. বুড়োর মেয়ে সঠিক উত্তর : গ. বুড়োর পুত্রবধূ ২। 'তোলপাড়' গল্পে বুড়ো লোকটির পরিবার অস্থির ছিল - ক. মিলিটারির ভয়ে খ. অসুস্থতায় গ. ক্লান্তিতে ঘ. পিপাসায় সঠিক উত্তর : ঘ. পিপাসায় ৩। 'তোলপাড়' গল্পে নদীর ঘাট কত দূরে? ক. পাঁচ মাইল দূরে খ. চার মাইল দূরে গ. তিন মাইল দূরে ঘ. দুই মাইল দূরে সঠিক উত্তর : ঘ. দুই মাইল দূরে ৪। 'তোলপাড়' গল্পে সাবুর কোলের বাচ্চাটি কেমন? ক. বেশ হালকা খ. বেশ ভারী গ. খুব রোগা ঘ. খুবই সুন্দর সঠিক উত্তর : খ. বেশ ভারী ৫। 'তোমরাই আমার ছেলে, বাবা'- উক্তিটি কার? ক. বুড়োর পুত্রবধূর খ. মিসেস রহমানের গ. বুড়ো লোকটির ঘ. সাবুর মায়ের সঠিক উত্তর : গ. বুড়ো লোকটির