বাংলা প্রথমপত্র

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২১, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
পাকিস্তানি সেনা
তোলপাড় ৬। 'তোলপাড়' গল্পে এক নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন কেন? ক. বাড়িঘর ছেড়ে আসায় খ. পথের ক্লান্তিতে গ. নিহত স্বামীর কথা ভেবে ঘ. ক্ষুধার কষ্টে সঠিক উত্তর : গ. নিহত স্বামীর কথা ভেবে ৭। 'তোলপাড়' গল্পে পাকিস্তানি সেনাদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? ক. দয়ালুদের সঙ্গে খ. পিঁপড়ার সঙ্গে গ. জানোয়ারদের সঙ্গে ঘ. বাঘের সঙ্গে সঠিক উত্তর : গ. জানোয়ারদের সঙ্গে ৮। 'তোলপাড়' গল্পে সাবুর বুকে কেন তোলপাড় শুরু হয়? ক. পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে খ. ঢাকায় যাওয়ার জন্য গ. বুড়ো লোকটি চলে যাওয়ায় ঘ. মিসেস রহমান চলে যাওয়ায় সঠিক উত্তর : ক. পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে ৯। পাঞ্জাবি মিলিটারি কারা? ক. পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক খ. পাঞ্জাবি ভাষা জানা মিলেটারি গ. পাঞ্জাব দেশের মিলিটারি ঘ. পাঞ্জাবি পরিহিত পাকিস্তানি মিলিটারি সঠিক উত্তর : ক. পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক সততার পুরস্কার ১। মুহম্মদ শহীদুলস্নাহ 'সততার পুরস্কার' গল্পে কী তুলে ধরেছেন? ক. ফেরেশতাদের কাহিনি খ. হাদিসের কাহিনি গ. ইহুদিদের কাহিনি ঘ. প্রাচীন রূপকথা সঠিক উত্তর : খ. হাদিসের কাহিনি ২। ইহুদি তিনজনের শারীরিক ত্রম্নটি কীভাবে দূর হয়? ক. ফেরেশতার অনুগ্রহে খ. সুন্দর আবহাওয়ায় গ. কবিরাজের ঝাড়ফুঁকে ঘ. ডাক্তারের চিকিৎসায় সঠিক উত্তর : ক. ফেরেশতার অনুগ্রহে ৩। তৃতীয় ইহুদি কীভাবে ফেরেশতাকে তার ইচ্ছামতো সবকিছু দিতে রাজি হলো? ক. নির্ভয়ে খ. চিন্তিত মনে গ. নির্দ্বিধায় ঘ. ভয়ে ভয়ে সঠিক উত্তর : গ. নির্দ্বিধায় ৪। 'সততার পুরস্কার' গল্পে প্রথম দুই ইহুদি তাদের অকৃতজ্ঞতার জন্য কী পেল? ক. পূর্বাবস্থা খ. ভর্ৎসনা গ. রোগব্যাধি ঘ. ধনসম্পদ সঠিক উত্তর : ক. পূর্বাবস্থা ৫। মুহম্মদ শহীদুলস্নাহ কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯০৫ খ. ১৮৯৫ গ. ১৮৮৫ ঘ. ১৮৭৫ সঠিক উত্তর : গ. ১৮৮৫ ৬। কোন গ্রন্থটির সম্পাদনা মুহম্মদ শহীদুলস্নাহ অসামান্য কীর্তি হিসেবে বিবেচিত হয়? ক. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান খ. বাংলা ভাষার উচ্চারণ অভিধান গ. বাংলা ভাষার বু্যৎপত্তি অভিধান ঘ. বাংলা ভাষার লেখক অভিধান সঠিক উত্তর : ক. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান ৭। মুহম্মদ শহীদুলস্নাহ কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯৭৯ খ. ১৯৬৯ গ. ১৯৫৯ ঘ. ১৯৪৯ সঠিক উত্তর : খ. ১৯৬৯