শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রাথমিক বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ২৪ জানুয়ারি ২০২১, ০০:০০

অধ্যায়-৩

৭. তুলতুল তার গোলাপ গাছটিতে প্রতিদিন পানি দেয়। পানি ছাড়া গাছটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। আফরিনের গাছটি পুষ্টি উপাদান শোষণ করে কোথা থেকে?

উত্তর : মাটি

৮. গ্রীষ্মের ছুটির পর রিয়া বিদ্যালয়ে গিয়ে দেখল বাগানের চারা গাছগুলো শুকিয়ে গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তার করণীয় কী?

উত্তর : নিয়মিত সার প্রয়োগ করবে

৯. সাবা চায়ের পানিতে তাপ দেয়ায় তা থেকে বাষ্প তৈরি হলো। সাবার তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে কী বলে?

উত্তর : বাষ্পীভবন

১০. সাবার ঠান্ডা পানির বোতলের গায়ে জলীয় বাষ্প তরলে পরিণত হয়েছে। এভাবে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী বলে?

উত্তর : ঘনীভবন

১১. অধরা সকালে উঠানে নেমে দেখল ফুলগাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এ পানিকে কী বলে?

উত্তর : শিশির

১২. পানিচক্রের প্রবাহ চিত্র দেখাও।

উত্তর : পান্যিবাষ্প্যমেঘ্যবৃষ্টি

১৩. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে?

উত্তর : বৃষ্টি হিসেবে

১৪. পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এর পরও তাপ দিলে তা কীসে পরিণত হয়?

উত্তর: জলীয় বাষ্পে

১৫. বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কীসে পরিণত হয়?

উত্তর : স্বচ্ছ পানিতে

১৬. তুমি ফ্রিজ থেকে কোল্ড ড্রিংকস বের করে একটি গস্নাসে ঢেলে কিছুক্ষণ রেখে দিলে। এতে গস্নাসের বাইরের গায়ে পানির কণা গস্নাসটিকে আবছা করে দিল। এর জন্য দায়ী কোনটি?

উত্তর : জলীয়বাষ্প

১৭. তুষা একটি কাচের গস্নাসে কয়েক টুকরা বরফ রেখে দিল। কিছুক্ষণ পর কী ঘটবে?

উত্তর : গস্নাসটি ঠান্ডা হয়ে যাবে

১৮. শীলাবৃষ্টির কারণ কী?

উত্তর :মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া

১৯. আমরা আকাশে মেঘ দেখি। এগুলো আসলে কী?

উত্তর :ক্ষুদ্র পানিকণা

২০. জলীয় পাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটি কীসে পরিণত হয়?

উত্তর :ক্ষুদ্র পানিকণা

২১. নদনদী, খালবিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয়বাষ্পে পরিণত করে কে?

উত্তর : সূর্যতাপ

২২. জলীয়বাষ্প ঠান্ডা হয়ে কীসে পরিণত হয়?

উত্তর : পানি

২৩. কোনটি দ্বারা পানি বিশুদ্ধ করা যায়?

উত্তর : বিস্নচিং পাউডার

২৪. পানিদূষণের জন্য দায়ী?

উত্তর : সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ

২৫. পানিদূষণ প্রতিরোধের উপায় কী?

উত্তর : জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার

২৬. পানিদূষণের প্রাকৃতিক কারণ কী?

উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক

২৭. গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এ পানি পান করলে কোন রোগটি হতে পারে?

উত্তর : পেটের পীড়া

২৮. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয় কীভাবে?

উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে

২৯. গনি মিয়া তার গবাদিপশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কী ঘটবে?

উত্তর : খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে

৩০. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে এর প্রধান কারণ কী?

উত্তর : দূষিত পানি

৩১. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে?

উত্তর : পানিদূষণের কারণ ও ফলাফল জানাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে