শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২১, ০০:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ১৯ জানুয়ারি শিক্ষকদের গুণগত মান বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসির সম্মেলন কক্ষে এ কর্মশালা

অনুষ্ঠিত হয়। এতে অর্থনীতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড

বায়োটেকনোলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার

সায়েন্স বিভাগের শিক্ষকরা

অংশগ্রহণ করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান

অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, 'বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করে গড়ে তুলতে

গুণগত শিক্ষা, গবেষণা ও

মানসম্পন্ন অবকাঠামো গঠনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন শুধু প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।' এ জন্য ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে