শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যবিপ্রবিতে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২১, ০০:০০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন 'বির্বতন যশোর, যবিপ্রবি শাখার উদ্যোগে

বিশ্ববিদ্যালয়ের কাছে জগাহাটি গ্রামে প্রায় ১২০টি পরিবারের মধ্যে বিনামূল্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। প্রবল শীত ও শৈত্যপ্রবাহের কারণে নিম্ন আয়ের অসহায় এই মানুষের কষ্ট লাঘব করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন

সংগঠনটির নেতারা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কাছে জগাহাটি গ্রামের ১২০টি জেলে পরিবারের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ মিলে প্রায় ৪৫০ জনের মধ্যে শীতবস্ত্রসহ মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বিবর্তন যশোরের উপদেষ্টা ইয়াসিন আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সানোয়ার আলম খান, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, সহ-সভাপতি মানস বিশ্বাস, সুমন ব্যানার্জী, কমল বিশ্বাস, শাহরিন সুলতানা নিশি।

এছাড়াও বিবর্তন যবিপ্রবি শাখার পিয়াস বিশ্বাস, সজীবুর রহমান, মোহাম্মদ উসামা, ফাহিম মোনতাসির, আকতার হোসেন, ফয়সাল পাটোয়ারী, রায় সুদীপ্ত প্রত্যয় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে