বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০
গরুর গাড়ির ব্যবহার

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

দ্বিতীয় অধ্যায়

১১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ছিল-

(র) চরমপত্র

(রর) বজ্রকণ্ঠ

(ররর) ওরা এগারো জন।

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও রর

১১১। জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বা সাদৃশ্যপূর্ণ?

(ক) বিদেশি সাংবাদিক

(খ) রাজাকার বাহিনী গঠন

(গ) শান্তি কমিটির প্রধান

(ঘ) আলবদর বাহিনী গঠন

সঠিক উত্তর : (খ) রাজাকার বাহিনী গঠন

১১২। মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো কোন বাহিনী গঠন করে?

(ক) রাজাকার বাহিনী

(খ) মুজিব বাহিনী

(গ) আলবদর বাহিনী

(ঘ) শান্তি কমিটি

সঠিক উত্তর : (ক) রাজাকার বাহিনী

১১৩। পাকিস্তানি বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী অপহরণের পরিকল্পনা বাস্তবায়ন করে কোন বাহিনী?

(ক) রাজাকার

(খ) আল-শামস

(গ) আলবদর

(ঘ) শান্তি কমিটি

সঠিক উত্তর : গ) আলবদর

১১৪। কাদের নিয়ে আলবদর বাহিনী গড়ে উঠেছিল?

(ক) ইসলামী ছাত্রসংঘ

(খ) ইসলামী ছাত্রসমাজ

(গ) ইসলামী ছাত্রমৈত্রী

(ঘ) ইসলামী ছাত্রসেনা

সঠিক উত্তর : (ক) ইসলামী ছাত্রসংঘ

১১৫। রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা কে?

(ক) মাওলানা মতিউর রহমান নিজামী

(খ) অধ্যাপক গোলাম আযম

(গ) দেলোয়ার হোসাইন সাঈদী

(ঘ) মাওলানা এ কে এম ইউসুফ

সঠিক উত্তর : (ঘ) মাওলানা এ কে এম ইউসুফ

১১৬। 'এটাই হয়তো আমার শেষ বার্তা' এ ঘোষণাটির সঙ্গে নিচের কোন ঘটনাটি জড়িত?

(ক) ১৫ আগস্টের হত্যাকান্ড

(খ) স্বাধীনতার ঘোষণা

(গ) আইয়ুব বিরোধী গণ অভু্যত্থান

(ঘ) ভাষা আন্দোলন

সঠিকউত্তর : (খ) স্বাধীনতার ঘোষণা

১১৭। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শান্তি কমিটির মূল কাজ ছিল কোনটি?

(ক) মুক্তিযোদ্ধাদের পক্ষে সমর্থন আদায়

(খ) পাকিস্তানি বাহিনীকে পথ চিনিয়ে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া

(গ) মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান

(ঘ) পাকিস্তানি বাহিনীর বর্বরতা বিশ্ববাসীকে জানানো

সঠিক উত্তর : (খ) পাকিস্তানি বাহিনীকে পথ চিনিয়ে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া

১১৮। মুক্তিফৌজ কোন ধরনের বাহিনী ছিল?

(ক) নিয়মিত বাহিনী

(খ) অনিয়মিত বাহিনী

(গ) গেরিলা বাহিনী

(ঘ) বিশেষ বাহিনী

সঠিক উত্তর : (ক) নিয়মিত বাহিনী

১১৯। নিচের কোন সংগঠনটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল?

(ক) কমিউনিস্ট পার্টি

(খ) আলবদর বাহিনী

(গ) শান্তি কমিটি

(ঘ) জামায়াতে ইসলামী

সঠিক উত্তর : (ক) কমিউনিস্ট পার্টি

তৃতীয় অধ্যায়

১। পূর্বের যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার এটিকে বলে?

(ক) সামাজিক পরিবর্তন

(খ) সাংস্কৃতায়ন

(গ) সাংস্কৃতিক আত্তীকরণ

(ঘ) সাংস্কৃতিক পরিবর্তন

সঠিক উত্তর : (ঘ) সাংস্কৃতিক পরিবর্তন

২। বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে এটিকে কী বলে?

(ক) সাংস্কৃতিক আদর্শ

(খ) সাংস্কৃতিক ব্যাপ্তি

(গ) সাংস্কৃতায়ন

(ঘ) সাংস্কৃতিক আত্তীকরণ

সঠিক উত্তর : (গ) সাংস্কৃতায়ন

৩। বাঙালি পুরুষরা পহেলা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে। এটাকে কী বলে?

(ক) সাংস্কৃতিক আত্তীকরণ

(খ) সাংস্কৃতিক আদর্শ

(গ) সাংস্কৃতিক ব্যাপ্তি

(ঘ) সাংস্কৃতায়ন

সঠিক উত্তর : (খ) সাংস্কৃতিক আদর্শ

৪। নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল?

(ক) শ্রেণিকক্ষে স্পিকার ব্যবহার

(খ) শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দলগত কাজ করা

(গ) শিক্ষার্থীদের বাড়ির কাজ প্রদর্শন

(ঘ) শিক্ষার্থীর মুখস্থ পড়া

সঠিক উত্তর : (ক) শ্রেণিকক্ষে স্পিকার ব্যবহার

৫। কীর্তন গান রচনায় মুসলমান কবিরাও অংশগ্রহণ করেছিলেন। কেননা সুলতানি আমলে-

(র) হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ

(রর) শ্রীচৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক

(ররর) এটিই বাঙালির প্রথম সাহিত্য কর্ম ছিল

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও রর

নিচের অনুচ্ছেদটি পড়ো ৬ এবং ৭নং প্রশ্নের উত্তর দাও :

মনু মাঝি নৌকা বাইছে। নতুন ধানে ভরা নৌকা। মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চির পরিচিত একটি গান।

'মন মাঝি তোর বৈঠা নেরে

\হআমি আর বাইতে পারলাম না'

৬। মনু মাঝি কোন ধরনের গান গাইছেন?

(ক) মুর্শিদি

(খ) ভাওয়াইয়া

(গ) বারমাস্যা

(ঘ) বাউল

সঠিক উত্তর : (ক) মুর্শিদি

৭। মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে?

(ক) আধ্যাত্মিক সাধনা

(খ) নৈসর্গিক অবস্থা

(গ) নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য

(ঘ) সাহিত্য শিল্পের চর্চা

সঠিক উত্তর : (ক) আধ্যাত্মিক সাধনা

৮। পুঁথিশিল্প সমৃদ্ধ ছিল কোন আমলে?

(ক) মোঘল আমলে

(খ) সেন আমলে

(গ) সুলতানি আমলে

(ঘ) পাল আমলে

সঠিক উত্তর : (ঘ) পাল আমলে

৯। দেশীয় দেব-দেবীকে নিয়ে রচিত কাব্যকাহিনি কী নামে পরিচিত?

(ক) মঙ্গলকাব্য

(খ) মনসাকাব্য

(গ) গদ্যকাব্য

(ঘ) গীতিকাব্য

সঠিক উত্তর : (ক) মঙ্গলকাব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে