পঞ্চম শ্রেণির পড়াশোনা প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ডুবুরির সিলিন্ডারে কী থাকে?
আজ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায়-৩ ৫. আবিরের বিয়েতে অতিথিদের কোমল পানীয় দেয়া হয়। এ পানীয়র ঝাঁজালো ভাব রাখতে কী ব্যবহার করা হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ৬. পর্বত আরোহণ করা নিশাতের এক প্রকার শখ, তিনি পর্বত আরোহণের সময় কী ব্যবহার করবেন? উত্তর : অক্সিজেন ৭. নীরব সাইকেলে পথে বের হলে হঠাৎ সাইকেলের টায়ার ছিদ্র হয়ে যায়। সাইকেলটি সক্রিয় করতে টায়ার ফোলানোর প্রয়োজন। এটি ফোলাতে তিনি কী ব্যবহার করবেন? উত্তর : বায়ু ৮. তুষা তার ভেজা চুল শুকাতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। যন্ত্রটির নাম কী? উত্তর : হেয়ার ড্রায়ার ৯. তোমার এলাকায় বিদু্যৎ-সংকট হওয়ায় তুমি বায়ুপ্রবাহের সাহায্যে বিদু্যৎ তৈরির পরিকল্পনা নিয়েছ। এ বিদু্যৎ তুমি কীভাবে উৎপাদন করবে? উত্তর : টারবাইন ঘুরিয়ে ১০. উঁচু পাহাড়ের চূড়ায় গেলে সিলিন্ডারে করে অক্সিজেন কেন নিতে হয়? উত্তর : পাহাড়ের চূড়া অক্সিজেনশূন্য থাকে ১১. তোমাদের এলাকায় আগুন লাগল। আগুন নেভাতে কী ব্যবহার করবে? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ১২. টিন বা প্যাকেটে মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করা হয়। এতে কোন উপাদানটি ব্যবহার করা হয়? উত্তর: নাইট্রোজেন ১৩. করিম জমিতে সার দেয়। কোন উপাদান ব্যবহার করে এ সার তৈরি করা হয়? উত্তর : নাইট্রোজেন ১৪. নিতুদের বাড়িতে একটি মাটির ঘর বানানো হবে। মিস্ত্রিরা অনেক ঝরঝরে মাটি উঠানে এনে জমা করল। ঝরঝরে মাটির কণার ফাঁকে ফাঁকে কী থাকে? উত্তর : বায়ু ১৫. তুমি প্রতিদিন যা খাও, তা ভেঙে শক্তি উৎপন্ন হয়। এ ক্ষেত্রে কোন উপাদান ভূমিকা পালন করে? উত্তর : অক্সিজেন ১৬. ডুবুরিরা পানির নিচে যে সিলিন্ডারটি ব্যবহার করে, তাতে বায়ুর কোন উপাদানটি থাকে? উত্তর : অক্সিজেন ১৭. শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে কী দেয়া হয়? উত্তর : অক্সিজেন ১৮. আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত শ্বাস গ্রহণ করি। এই শ্বাস নেয়ার মাধ্যমে বায়ু থেকে আমরা কী গ্রহণ করি? উত্তর : অক্সিজেন ১৯. পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি কী ছাড়া জীব এক মুহূর্তও বাঁচতে পারে না? উত্তর : বায়ু ২০. কারখানায় আগুন লাগলে কর্মীরা আগুন নেভাতে একটি সিলিন্ডার ব্যবহার করেন। ফলে দ্রম্নত আগুন নিভে যায়। আগুন নেভাতে সিলিন্ডারের কোন উপাদানটি ব্যবহার করা হয়েছে? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ২১. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়। এটিকে কাজে লাগিয়ে আর কী করা হয়? উত্তর : পালতোলা নৌকা চলে ২২. তুমি ফুটবল খেল। বলে লাথি মারলে অনেক দূরে গিয়ে বলটি গোলপোস্টে পড়ে। ফুটবলটির দূরে যাওয়ার কারণ কী? উত্তর : বায়ুভর্তি ফুটবল ২৩. বায়ুপ্রবাহ গায়ে এসে লাগলে আমাদের ঠান্ডা লাগে কেন? উত্তর : প্রবাহিত বায়ু তাপ বর্জন করে ২৪. শহর দূষণমুক্ত করতে কোন কাজটি করা উচিত? উত্তর : গাছপালা লাগানো উচিত ২৫. জেরিন তাসনিমকে বলল, বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সঙ্গে মিশে যে বৃষ্টি হয়, তা জীবের জন্য ক্ষতিকর। জেরিন কোন বৃষ্টির কথা বলল? উত্তর : এসিড বৃষ্টি ২৬. চপ্পুদের বাড়ির চারপাশে আবর্জনার স্তূপ রয়েছে। চপ্পুর ভাই শ্বাসকষ্টে ভুগছে। চপ্পুর ভাই কী কারণে রোগাক্রান্ত? উত্তর : বায়ুদূষণের ফলে ২৭. তোমার এলাকায় কলকারখানা থাকার কারণে তা থেকে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়ে বাতাসে মিশ্রিত হয়। কলকারখানা ছাড়া এসব গ্যাসের উৎস কী? উত্তর : যানবাহন ২৮. বায়ুদূষণ থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় কী? উত্তর : বনভূমি রক্ষা করা