বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জানার আছে অনকে কছিু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০
পলস্নীকবি জসীম উদ্‌দীন

প্রশ্ন : গোবিন্দ দাসের উপাধি কী?

উত্তর : স্বভাব কবি।

প্রশ্ন : গোলাম মোস্তফার উপাধি কী?

উত্তর : কাব্য সুধাকর।

প্রশ্ন : চারুচন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম কী?

উত্তর : জরাসন্ধ।

প্রশ্ন : জসীম উদ্‌দীনের উপাধি কী?

উত্তর : পলস্নীকবি।

প্রশ্ন : জীবনানন্দ দাশের উপাধি কী?

উত্তর : রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পান্ডুলিপির কবি।

প্রশ্ন : ড. মনিরুজ্জামানের ছদ্মনাম কী?

উ : হায়াৎ মামুদ।

প্রশ্ন : ডক্টর মুহাম্মদ শহীদুলস্নাহর উপাধি কী?

উত্তর : ভাষা বিজ্ঞানী।

প্রশ্ন : নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?

উত্তর : সুনন্দ।

প্রশ্ন : নজিবর রহমানের উপাধি কী?

উত্তর : সাহিত্যরত্ন।

প্রশ্ন : নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কী?

উত্তর : বানভট্ট।

প্রশ্ন : নূরন্নেসা খাতুনের উপাধি কী?

উত্তর : সাহিত্য সরস্বতী, বিদ্যাবিনোদিনী।

প্রশ্ন : প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী?

উত্তর : টেকচাঁদ ঠাকুর।

প্রশ্ন : ফররুখ আহমদের উপাধি কী?

উত্তর : মুসলিম রেনেসাঁর কবি।

প্রশ্ন : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?

উত্তর : বনফুল।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের উপাধি কী?

উত্তর : সাহিত্য সম্রাট।

প্রশ্ন : বাহরাম খানের উপাধি কী?

উত্তর : দৌলত উজীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে