নথর্ সাউথ ইউনিভাসিির্টতে নবীন বরণ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
নথর্ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষাথীের্দর ওরিয়েন্টেশন প্রোগ্রাম (নবীনবরণ)। ২২ সেপ্টেম্বর শিক্ষাজীবনের অতি গুরুত্বপূণর্ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পযার্য় শেষে উচ্চশিক্ষার প্রারম্ভে বিশ্ববিদ্যালয় পযাের্য় পরিচিতি অনুষ্ঠানে অংশ নেয় নবীন শিক্ষাথীর্রা। চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোসের্ ভতির্ হওয়া নতুন শিক্ষাথীের্দর বরণ করে নেয়া হয় অনুষ্ঠানে। নতুন ভতির্ হওয়া শিক্ষাথীর্র মধ্যে ভতির্ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাস্থান অজর্নকারী ২২ জন শিক্ষাথীের্ক টিউশন ফির ওপর ১০০% পযর্ন্ত বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোডের্র চেয়ারম্যান এমএ হাসেম। এ সময় ট্রাস্টি বোডের্র সদস্য এমএ কাশেম, মোহাম্মদ শাহজাহান, ইয়াসমিন কামাল এবং রেহানা রহমান উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচাযর্ (দায়িত্বপ্রাপ্ত) ও হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক গিয়াস ইউ আহসান, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, হিউমিনিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আবদুর রব খান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এম আরশাদ চৌধুরী নিজ অনুষদের বিষয়াদি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএইচ লুৎফুল হাসান ও প্রক্টর অধ্যাপক নাজমুল আহসান খান।