জবি দিবস উদযাপন হবে ২২ অক্টোবর

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগামী ২০ অক্টোবর ১৪তম বছরে পদাপর্ণ করতে যাচ্ছে । ২৩ সেপ্টেম্বর উপাচাযের্র সভাকক্ষে ১৩তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন কেন্দ্রীয় কমিটির প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা যায়, ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবাষির্কী ও বিশ্ববিদ্যালয় দিবস। বিগত বছরগুলোর মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৩তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ২০ ও ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে ২২ অক্টোবর দিনব্যাপী ১৩তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারে বিশ্ববিদ্যালয় দিবসে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছেÑ বণার্ঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। র‌্যালির সাবির্ক ব্যবস্থাপনায় থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাবির্ক দায়িত্ব পালন করবে সংগীত ও নাট্যকলা বিভাগ। এ ছাড়া চারুকলা বিভাগের উদ্যোগে চিত্রকলা প্রদশনীর্র আয়োজন করবে।