বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ৩৩। ক থেকে ম পযর্ন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়েছে- (ক) উষ্ম ধ্বনি (খ) জিহŸামূলীয় ধ্বনি (গ) স্পশর্ ধ্বনি (ঘ) পরাশ্রয়ী ধ্বনি সঠিক উত্তর: (গ) স্পশর্ ধ্বনি ৩৪। ‘মীনের মতো অক্ষি যার’ কোন সমাস? (ক) সমানাধিকরণ বহুব্রীহি (খ) ব্যতিহার বহুব্রীহি (গ) অলুক বহুব্রীহি (ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি সঠিক উত্তর: (ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি ৩৫। নিচের কোনটি নামবাচক বিশেষ্য? (ক) হিমালয় (খ) সততা (গ) সাগর (ঘ) সমিতি সঠিক উত্তর: (ক) হিমালয় ৩৬। গঠন অনুসারে বাক্য কত প্রকার? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার সঠিক উত্তর: (খ) ৩ প্রকার ৩৭। নিচের কোন বণির্ট ঘোষ? (ক) চ (খ) খ (গ) প (ঘ) দ সঠিক উত্তর: (ঘ) দ ৩৮। সামাজিক নাটক কোনটি? (ক) সধবার একাদশী (খ) ডাকঘর (গ) নূরজাহান (ঘ) রাবনবধ সঠিক উত্তর: (ক) সধবার একাদশী ৩৯। কোনটি জাপানি শব্দ? (ক) এলাচি (খ) বাতাবি (গ) নাৎসি (ঘ) রিকশা সঠিক উত্তর: (ঘ) রিকশা ৪০। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? (ক) সৈয়দ হামজা (খ) দৌলত কাজী (গ) আলাওল (ঘ) মুহম্মদ কবীর সঠিক উত্তর: (খ) দৌলত কাজী ৪১. হরিণ এর সমাথর্ক শব্দ কোনটি? ক) মাতঙ্গ খ) তুরঙ্গ গ) কুরঙ্গ ঘ) ভৃঙ্গ সঠিক উত্তর : গ) কুরঙ্গ ৪২. বাংলা ছন্দ কত প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পঁাচ প্রকার সঠিক উত্তর : খ) তিন প্রকার ৪৩. ‘করী’ শব্দের অথর্ কি? ক) কোনো কিছু করা খ) কৃত গ) হাতি ঘ) ময়ূর সঠিক উত্তর : গ) হাতি ৪৪. কোন বাক্যটি শুদ্ধ? ক) আমার কথাই প্রমাণ হলো খ) আমার কথাই প্রমাণিত হলো গ) আমার কথাই প্রামাণ্য হলো ঘ) আমার কথাই প্রমাণীত হলো সঠিক উত্তর : খ) আমার কথাই প্রমাণিত হলো