জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
চযার্পদ
প্রশ্ন : চযার্পদ কোন যুগের নিদশর্ন? উত্তর : আদি/প্রাচীন যুগ। প্রশ্ন : চযার্পদের পুঁথিকে কোথায় কে এবং কখন আবিষ্কার করেন? উত্তর : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭। প্রশ্ন : চযার্পদের রচনা কাল কত? উত্তর : সপ্তম-দ্বাদশ শতাব্দী। প্রশ্ন : চযার্পদ কোন ভাষায় রচিত হয়? উত্তর : বঙ্গকামরূপী ভাষায়। প্রশ্ন : চযার্পদ কোথায় পাওয়া যায়? উত্তর : নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে। প্রশ্ন : টীকাকার মুনিদত্তের মতানুসারে চযার্পদের নাম কী? উত্তর : আশ্চযর্ চযার্চয়। প্রশ্ন : নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর কী নাম দেয়া হয়েছে? উত্তর : চযার্চযর্ বিনিশ্চয়। প্রশ্ন : বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? উত্তর : মুÐা ভাষার। প্রশ্ন : কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? উত্তর : ব্রহ্মী লিপি। প্রশ্ন : ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কী কী? উত্তর : দুটি ক. খরোষ্ঠী, খ. ব্রাহ্মী।