নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় ৫ ৮। কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? (ক) জীবন বীমাকে (খ) নৌ বীমাকে (গ) অগ্নি বীমাকে (ঘ) দুঘর্টনা বীমাকে সঠিক উত্তর: (ক) জীবন বীমাকে ৯। কোন বিশেষ পণ্য উৎপাদন করতে হলে সে পণ্যটিকে বাজারে প্রচলিত পণ্য থেকে আলাদা করার জন্য কী করতে হয়? (ক) নিবন্ধিকরণ (খ) লাইসেন্স (গ) সনদপত্র (ঘ) বেসিক সঠিক উত্তর: (ক) নিবন্ধিকরণ ১০। ট্রেডমাকর্ কী দ্বারা সংরক্ষিত হয়? (ক) মোড়ক দ্বারা (খ) অথর্ দ্বারা (গ) আইন দ্বারা (ঘ) টিকিট দ্বারা সঠিক উত্তর: (গ) আইন দ্বারা ১১। বুদ্ধিবৃত্তিক সম্পদ উদ্যোক্তাদের কীসের ফসল? (ক) জনগণের (খ) ব্যবসায়ের (গ) পরিশ্রমের (ঘ) গবেষণার সঠিক উত্তর: (ঘ) গবেষণার ১২। পেটেন্ট করা হয় কেন? (ক) গণতন্ত্র রক্ষার জন্য (খ) স্বীকৃতির জন্য (গ) আথির্ক ক্ষতি রোধের জন্য (ঘ) মানসিক ক্ষতি রোধের জন্য সঠিক উত্তর: (গ) আথির্ক ক্ষতি রোধের জন্য ১৩। কোনটি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায় না? (ক) ব্রান্ডের নাম (খ) ডিম (গ) তারকাদের নাম (ঘ) খেলার নাম সঠিক উত্তর: (খ) ডিম ১৪। নিবন্ধনের প্রমাণ স্বরূপ, নিবন্ধক কী প্রদান করেন? (ক) সদস্য পত্র (খ) চাহিদা পত্র (গ) সরবরাহ পত্র (ঘ) অনুমতি পত্র সঠিক উত্তর: (ঘ) অনুমতি পত্র ১৫। কপি রাইট কী ধরনের গুরুত্বপূণর্ সম্পদ? (ক) বুদ্ধিবৃত্তিক (খ) শক্তিভিত্তিক (গ) জাতীয় সম্পদ (ঘ) আইনগত সম্পদ সঠিক উত্তর: (ক) বুদ্ধিবৃত্তিক ১৬। পেটেন্ট কী ধরনের সম্পদ? (ক) নুসাম (খ) মেধাসম্পদ (গ) স্থায়ী সম্পদ (ঘ) মানবসম্পদ সঠিক উত্তর: (খ) মেধাসম্পদ ১৭। ফ্রানসাইজিং ব্যবসায়ে জড়িত থাকেÑ র. ফ্রানসাইজার রর. ফ্রানসাইজি ররর. ফ্রানসাইজিং নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ক) র ও রর ১৮। মেধাভিত্তিক হলো- র. কপিরাইট রর. পেটেন্ট ররর. ট্রেডমাকর্ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর