জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর তৈলচিত্রের ভ‚ত ১। নগেনকে ‘গদর্ভ’ বলার কারণ কী? ক. শিক্ষার অভাবের জন্য খ. নিবুির্দ্ধতার জন্য গ. অজ্ঞতার জন্য ঘ. অজ্ঞানতার জন্য সঠিক উত্তর : খ. নিবুির্দ্ধতার জন্য ২। দুহাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কী? ক. রোগ নিরাময় খ. রোগ নিণের্য়র প্রচেষ্টা গ. অভিজ্ঞতা ঘ. সাহসিকতা প্রদশর্ন সঠিক উত্তর : খ. রোগ নিণের্য়র প্রচেষ্টা ৩। নগেন কোথায় পড়াশোনা করে? ক. স্কুলে খ. কলেজে গ. মেডিকেল কলেজে ঘ. বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর : খ. কলেজে ৪। লাইব্রেরিটি কার আমলের? ক. নগেনের দাদা মশায়ের খ. নগেনের বাবার গ. নগেনের মামার ঘ. নগেনের প্রপিতামহের সঠিক উত্তর : ক. নগেনের দাদা মশায়ের ৫। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি? ক. ২৭ বছর খ. ৩০ বছর গ. ৩১ বছর ঘ. ৩২ বছর সঠিক উত্তর : গ. ৩১ বছর ৬। আলমারির ভেতর বেশির ভাগ কী ছিল? ক. অদরকারি বাজে বই খ. কাপড়চোপড় গ. দরকারি বই ঘ. মাসিক পত্র সঠিক উত্তর : ক. অদরকারি বাজে বই ৭। দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র আছে? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পঁাচটি সঠিক উত্তর : খ. তিনটি ৮। মটকা কী? ক. রেশমের মোটা কাপড় খ. পাটের মোটা কাপড় গ. তুলার মোটা কাপড় ঘ. রেশমের চিকন কাপড় সঠিক উত্তর : ক. রেশমের মোটা কাপড় ৯। উ™£ান্ত শব্দের অথর্ কী? ক. বিব্রত খ. দ্বিধা গ. দ্ব›দ্ব ঘ. দিশেহারা সঠিক উত্তর : ঘ. দিশেহারা রহিম সাহেবের বাসা থেকে কিছু গয়না চুরি হয়ে গেছে। অবশ্য কাজের মেয়েটিকে সন্দেহ করতে পারে না। কেননা, তার চরিত্র সম্পকের্ সবার জানা আছে। ১০। উদ্দীপকের মেয়েটির সঙ্গে নগেনের যে চারিত্র্যিক বৈশিষ্ট্যের মিল আছেÑ ক. নম্রতা খ. সততা গ. সাহসিকতা ঘ. ভীরুতা সঠিক উত্তর : খ. সততা ১১। দিনের বেলা তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে কেন? ক. দিনে ভ‚ত থাকে না খ. দিনে বিদ্যুৎ থাকে না গ. দিনে মেইন সুইচ অফ থাকে ঘ. দিনে রুপার ফ্রেমে বিদ্যুৎ প্রবাহিত হয় না সঠিক উত্তর : গ. দিনে মেইন সুইচ অফ থাকে