প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

হঁাচি হলে মুখে রুমাল ব্যবহার করতে হবেÑ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অধ্যায়: ৭ প্রশ্ন : বায়ুবাহিত রোগ কী? এসব রোগ প্রতিরোধে তুমি তোমার এলাকায় কিভাবে সচেতনতা বৃদ্ধি করবে? ৪টি বাক্যে লেখ। উত্তর : যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, সেগুলো বায়ুবাহিত রোগ নামে পরিচিত। যেমনÑ সদির্জ্বর বা ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম ইত্যাদি। বায়ুবাহিত রোগ প্রতিরোধে আমি আমার এলাকায় নিম্নরূপে সচেতনতা বৃদ্ধি করবÑ ১. যেখানে সেখানে কফ, থুতু না ফেলে বন্ধ কৌটায় ফেলে মাটিতে চাপা দিয়ে রাখতে বলব। ২. হঁাচি, কাশি হলে মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করতে বলব। ৩. বসন্ত রোগীদের গুটি শুকিয়ে যাওয়ার সময় তার কাছের মানুষদের সতকর্ থাকার পরামশর্ দেবে। ৪. স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে বলব। প্রশ্ন : তোমার বন্ধু দীঘির্দন যাবৎ ঘন ঘন কাশি দিচ্ছে, ইদানীং কাশির সঙ্গে মুখ দিয়ে রক্তও বেরোচ্ছে। রোগটি থেকে মুক্তি পাওয়ার জন্য সে কী পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে কর? ৫টি বাক্যে পরামশর্ লেখ। উত্তর : আমরা জানি, দীঘির্দন যাবৎ কাশি হওয়া এবং কাশির সঙ্গে রক্ত পড়া য²ার লক্ষণ। তাই বলা যায় বন্ধুর য²া হয়েছে, যা একটি বায়ুবাহিত রোগ। এ রোগটি থেকে মুক্তি পাওয়ার জন্য সে নিম্নবণির্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেÑ ১. সবর্প্রথম তাকে ডাক্তারের পরামশর্ নিতে হবে। ২. নিয়মিত ওষুধ সেবন করতে হবে। ৩. বিছানা, থালা-বাসন, গøাসসহ তার ব্যবহৃত জিনিসপত্র অন্যদের থেকে আলাদা করে রাখতে হবে। ৪. কফ, থুতু যেখানে সেখানে না ফেলে নিদির্ষ্ট জায়গায় ফেলতে হবে এবং মাটিতে পুঁতে ফেলতে হবে। ৫. হঁাচি-কাশির সময় মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। প্রশ্ন : মনে কর তোমার পরিবারের একজন সদস্য য²ায় আক্রান্ত, তাহলে তুমি তার কাছ থেকে কিভাবে সতকর্ থাকবে? উত্তর : নিম্নলিখিত উপায়ে আমি য²া রোগীর কাছ থেকে সতকর্ থাকবÑ ১. রোগীর ব্যবহার করা থালা-বাসন, গøাস ব্যবহার করব না। ২. কফ, থুতু যেন মুখ বন্ধ কৌটায় ফেলে মাটিচাপা দেয় তা নিশ্চিত করব। ৩. হঁাচি-কাশির সময় মাস্ক বা রুমাল ব্যবহার করতে বলব এবং নিজে ব্যবহার করব। ৪. রোগীর ব্যবহার করা বিছানা ও কাপড়-চোপড় ব্যবহার করা থেকে বিরত থাকব। ৫. দ্রæত সুস্থ করার জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। প্রশ্ন : তোমার বাড়িতে এডিস মশার সংক্রমণ রোধে কী ধরনের পদক্ষেপ নেবে? ৫টি বাক্যে লেখ। উত্তর : এডিস মশা প্রধানত জমে থাকা পানিতে বংশ বৃদ্ধি করে। তাই এর সংক্রমণ বা বিস্তার রোধ করতে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবেÑ ১. প্রথমত এডিস মশার আবাসস্থলে কেরোসিন বা কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। ২. ফুলের টবে পানি জমতে দেয়া যাবে না। ৩. যেখনে সেখানে পরে থাকা ডাব বা নারকেলর খোসায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ৪. এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায় তাই এ সময় সতকর্ থাকতে হবে। ৫. অবশ্যই ঘুমানোর আগে মশারি টানাতে হবে।