প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দামÑ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় অধ্যায় ২০। এক ব্যক্তির দৈনিক আয় ৩৫০ টাকা, তার বাষির্ক আয় কত? উত্তর : ১২৭৭৫০ টাকা ২১। এক ব্যক্তির ১ দিনের আয় ১২৫ টাকা হলে, তার সাপ্তাহিক আয় কত? উত্তর : ৮৭৫ টাকা ২২। ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়? উত্তর : ১টি ২৩। ১ ডজন খাতার মূল্য অপেক্ষা ১ ডজন কলমের মূল্য ১২ টাকা বেশি। একটি খাতার মূল্য ১৫ টাকা হলে, একটি কলমের মূল্য কত? উত্তর : ১৬ টাকা ২৪। ৬টি খাতার মূল্য ২৪ টাকা হলে ৩টি খাতার মূল্য বের করতে হলে প্রথমে কয়টি খাতার দাম বের করতে হবে? উত্তর : ১টি ২৫। ৮টি কলার দাম ৩২ টাকা হলে, ১ হালি ২টি কলার দাম কত? উত্তর : ২৪ টাকা ২৬। ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। ১টি খাতার দাম কত? উত্তর : ১৬ টাকা ২৭। মনিরের কাছে ৫৫ টাকা আছে। নয়নের কাছে মনিরের ১০ গুণ আছে। নয়নের কাছে কত টাকা আছে? উত্তর : ৫৫০ টাকা ২৮। পুত্রের বয়সের ৫ গুণ ৮০ বছর হলে পুত্রের বয়স কত? উত্তর : ১৬ বছর ২৯। তামিমার ৪৬২০৫১ টাকা আছে। নাসরিনের ৪০১২৬৫ টাকা আছে। কার বেশি টাকা আছে বের করতে হলে কী করতে হবে? উত্তর : তামিমার টাকা থেকে নাসরিনের টাকা বিয়োগ করতে হবে ৩০। মীনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মীনাসহ তার বন্ধুর সংখ্যা কতজন? উত্তর : ৫ জন ৩১। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত? উত্তর : ৫০ টাকা